বানিয়াচং প্রতিনিধি \ আগামী ১৬ ডিসেম্বরে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলা হল রোমে ইউএনও মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আমির হোসেন মাষ্টার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান। আরও উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, হাবিবুর রহমান, জনাব আলী কলেজ অধ্যক্ষ সাফিউজ্জামান, আইডিয়্যাল কলেজ অধ্যক্ষ স্বপন কুমার দাস, সুফিয়া-মতিন টেকনিক্যাল কলেজ অধ্যক্ষ বশির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি হাফিজ সিদ্দিক আহমদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শাহাজাহান মিয়া, পূজা উদ্যাপন পরিষদ সেক্রেটারী কৃষ্ণ দেব, আওয়ামীলীগ নেতা মুর্শেদুজ্জামান লুকু, শিক্ষক নেতা আব্দুর রউফ ও আব্দুল কাইয়ুম, প্রেসক্লাব সেক্রেটারী তোফায়েল রেজা সোহেল, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী জীবন আহমেদ লিটন, ছাত্রলীগ সভাপতি আব্দুল হালিম সোহেল, সাংবাদিক আশিকুল ইসলাম, রায়হান উদ্দিন সুমন, এসএম জহিরুল, আনোয়ার হোসেন, আবুবক্কর রহমান দুদুসহ সাংবাদিক, সরকারী চাকুরীজীবি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাজার কমিটির নেতৃবৃন্দসহ অনেকে। সভায় বিজয় দিবসের দিন পতাকা অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপজেলা পরিষদ চত্তরে ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় আঙ্গিনায় অনুষ্ঠান পালনের জন্য সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়।