বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়চঙ্গে ৩দিন ব্যাপী বিভিন্ন ব্যাচে কম্পিটেন্সি বেইজড আইটেম ডেবলাপমেন্ট মার্কিং এন্ড টেষ্ট এডমিনিষ্ট্রেশন প্রশিক্ষন শুরু হয়েছে। গতকাল সকাল ১০টায় বানিয়াচং রিসোর্স সেন্টারে শিক্ষা বিভাগ আয়োজিত প্রশিক্ষনের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। প্রশিক্ষনের বিষয় ভিত্তিক উপস্থাপনা ও পর্যালোচনা করছেন ইউআরসি ইন্সস্ট্রাক্টার ইকবাল হোসেন ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার দাশ। প্রশিক্ষনের শুরুতে নিজেদের পরিচিতি উপস্থাপন করে স্বস্ব স্কুলের সার্বিক পরিবেশ বিষয়ে সংক্ষিপ্ত বক্তৃতা করেন প্রশিক্ষনার্থী শিক্ষক মাহমুদা আক্তার, গায়ত্রী গোস্বামী, তাহমিনা বেগম, ফারহানা ইয়াসমিন, মাহমুদা আক্তার, দিপ্তী রানী রায়, তানজিনা ঝর্না, বুবী রানী রায়, গোপাল চন্দ্র দাস, অনিতা দেবনাথ, সৈয়দা সাবিহা আক্তার, সীতা রানী সিকদার, নার্গিস সুলতানা, শিখা ভৌমিক, সাথী রানী দাস, শামীমা খাতুন, শাহিমা আক্তার, বন্ধু কমল রায়, সালমা খানম চৌধুরী, সপ্তমী রানী দাস, সৈয়দা সুমাইয়া জান্নাত, চৌধুরী জাহনাজ শিল্পী, বুনু বালা দাস, পম্পা রানী চকদার, কাকলি রানী তালুকদার, লিপিকা রানী দাস, সামছিয়া বেগম ও শংকর নারায়ন চক্রবর্ত্রী।