মৃত্যুবরণকারী বাংলাদেশী শ্রমিক ছায়েদ মিয়ার পরিবারের নিকট কাতারস্থ জালালাবাদ এসোসিয়েশনের অনুদানের ৫৫ হাজার ২শ টাকা হস্তান্তর করা হয়েছে। গতকাল বিকালে তৃত শ্রমিক ছায়েদ মিয়ার বাড়ি নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে পূর্ব দেবপাড়া গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সমাজ সেবক দেওয়ান ছাইফুল আলম চৌধুরীর মাধ্যমে ছায়েদ মিয়ার স্ত্রী-সন্তানদের হাতে উপরোল্লেখিত টাকা হস্তান্তর করা হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জালালাবাদ এসোসিয়েশন মেম্বার ও কেন্দ্রিয় যুবলীগ নেতা দেওয়ান শাহেদ গাজী, বিশিষ্ট সমাজ সেবক এলাইচ মিয়া, বিশিষ্ট মুরুব্বী মধু মিয়া, আমির হোসেন, জসিম আহমেদ চৌধুরী, গজনাইপুর ইউপি বিএনপির সভাপতি শফিউল আলম, সাংবাদিক এম.এ.মুহিত, নোরেমান চৌধুরী, ইউপি সদস্য আব্দুল মুহিত মুছা, ইশ্বাক মিয়া, আব্দুল নূর, ছানু মিয়া, ইয়াদ উল্লাহ, যুবলীগ নেতা ছাইফুর রহমান, অলিদ মিয়া, মৃত শ্রমিকের ভাই ছাইফুর রহমান প্রমূখ। উল্লেখ্য গত ২৯ আগস্ট কাতারে অকাল মৃত্যু হয় নবীগঞ্জের শ্রমিক ছায়েদ মিয়ার।