রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের মহনপুর এলাকা থেকে ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান-, গতকাল শনিবার ভোররাতে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু হানিফের নেতৃত্বে বিজিবি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহনপুর ১৯৯৫ মেইন পিলার এলাকায় অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় মদসহ মোহনপুর গ্রামের ইয়াকুব আলীর পুত্র শাহীন মিয়া (২৭) কে আটক করে। এ ব্যাপারে সুবেদার আবু হানিফ বাদী হয়ে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।