মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ পিঁয়াজ-কাঁচা মরিচসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও ৫ সেপ্টেম্বরের জনসভা সফলে বানিয়াচংয়ের সর্বত্র সরব হয়ে উঠেছে সিপিবি-বাসদ। পোস্টার সাঁটানো, লিফলেট বিতরণ, গণচাঁদা সংগ্রহ, মিছিল-সমাবেশের মাধ্যমে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় কর্মসূচী অব্যাহত রেখেছে জোট-মহাজোটের বিপরীতমূখী এই বাম বিকল্প রাজনৈতিক জোট। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজারে উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ আলী, বাসদের সাধারণ সম্পাদক কমরেড এমদাদুর রহমান চৌধুরী কাওছার ও সিপিবি গ্যানিংগঞ্জ বাজার আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক কমরেড রবিউল আলম সেলিমের নেতৃত্বে দল দু’টির নেতা-কর্মীরা প্রতিটি দোকানে গিয়ে লিফলেট বিতরণ ও গণচাঁদা সংগ্রহ করে জনসাধারণের মধ্যে সাঁড়া জাগান। প্রায় সপ্তাহকাল জুড়ে অন্যান্য বাজারে এমন কর্মসূচী পালন করায় উপজেলা সদরের সর্বত্র এখন জনসাধারণের মুখে মুখে সিপিবি-বাসদের কর্মসূচীর আলোচনা। গত শুক্রবার প্রত্যন্ত কাগাপাশা বাজারে উপজেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক শনিবার প্রদীপ সরকারের নেতৃত্বে পোস্টার সাঁটানো ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়। গত শনিবার গুনই বাজারে উপজেলা বাসদের আহবায়ক কমরেড লোকমান আহমেদের নেতৃত্বে ভূমিহীনদের নিয়ে সভা, মিছিল ও পথসভা করা হয়। এতে হবিগঞ্জ জেলা বাসদের সমন্বয়ক কমরেড এডভোকেট জুনায়েদ আহমেদ, উপজেলা বাসদের সাধারণ সম্পাদক কমরেড এমদাদুর রহমান চৌধুরী কাওছার, সিপিবি’র সংগঠক কমরেড ইমদাদুল হোসেন খান, বাসদ নেতা ডা. সুনীল রায়, জেলা ছাত্রফ্রন্ট্রের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পলাশ, জেলা ছাত্রফ্রন্ট নেতা ইমদাদুল হক শুভসহ বাসদের গুনই আঞ্চলিক শাখার নেতা আবু কালাম, ভূমিহীন সংগ্রাম পরিষদের নেতা আঃ কাদির খাঁ, জিতু মিয়া, আঃ নুর, মুক্তার আলী প্রমূখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, আগামী ৫ সেপ্টেম্বর বেলা ২টায় বানিয়াচং শহীদ মিনারে ১১ দফা দাবীতে সিপিবি-বাসদের ডাকে জনসভা অনুষ্ঠিত হবে। এতে বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান ও সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ বক্তব্য রাখবেন। উত্থাপিত দাবী সমূহ হচ্ছে ১. নির্বাচন ব্যবস্থা সংস্কার করে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চালু এবং সব দল ও জনগনের অংশগ্রহনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি, দলীয়করণ, দূর্নীতি ও সন্ত্রাস বন্ধ করতে হবে। ২. নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে ও টিসিবি কার্যকর করে সারাদেশে রেশনিং চালু করতে হবে। ৩. শিশু-ব্লগার-বিচার বহির্ভূত হত্যা বন্ধ ও নারী নির্যাতনসহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সকল নির্যাতন বন্ধ করতে হবে। ৪. মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে জামায়াত-শিবিরসহ সকল সাম্প্রদায়িক শক্তির রাজনীতি আইন করে নিষিদ্ধ করতে হবে। ৫. হবিগঞ্জ-বানিয়াচং সড়কের বন্ধ থাকা সংস্কার কাজ অবিলম্বে শুরু ও হবিগঞ্জ-ইকরাম-সুজাতপুর সড়ক, মার্কুলী-নবীগঞ্জ সড়কসহ উপজেলা সদরের সকল পাকা সড়ক দ্রুত সংস্কার করতে হবে। ৬. বানিয়াচং-নবীগঞ্জ মুক্তিযোদ্ধা এমএ রব সড়ক, বানিয়াচং-আজমিরীগঞ্জ শরীফ উদ্দিন আহমেদ সড়ক ও ইমামবাড়ী-গুনই-বড়ইউড়ি-বানিয়াচং সড়ক নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। ৭. বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যার হাসপাতালে রূপান্তরিত করে পর্যাপ্ত ডাক্তার-নার্স-ঔষধ সরবরাহ এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রসহ কমিউনিটি ক্লিনিকগুলোতে ডাক্তারদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে সাধারণ মানুষের চিকিৎসার সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। ৮. ঐতিহ্যবাহী জনাব আলী ডিগ্রী কলেজকে সরকারীকরণসহ সকল বিষয়ে অনার্স কোর্স চালু, আদর্শ উচ্চ বিদ্যালয় সরকারীকরণ ও সকল প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগসহ নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। ৯. ‘জাল যার, জলা তার’ নীতির ভিত্তিতে বানিয়াচংয়ের সরকারী জলমহালগুলো ইজারা প্রদান ও ইউনিয়ন পর্যায়ে কৃষকদের কাছ থেকে সরকারী উদ্যোগে সরাসরি ধান ক্রয়ের ব্যবস্থা করতে হবে। ১০. প্রকৃত ভূমিহীনদের খাস জমি বন্দোবস্ত প্রদান করতে হবে এবং খাস জমি থেকে ভূমিহীনদের উচ্চেদ করা চলবে না। ১১. বানিয়াচংয়ে প্রধানমন্ত্রী প্রতিশ্র“ত পর্যটন কেন্দ্র বাস্তবায়ন করতে হবে।