মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে বাপা’র মতবিনিময়

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
  • ৩৯৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলমের সঙ্গে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার প্রতিনিধিদলের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় হবিগঞ্জের পুরাতন খোয়াই নদীর সীমানা নির্ধারণ, দখল উচ্ছেদ, নদী খনন, নদীর দু’পাশে ওয়াকওয়ে নির্মাণ, খোয়াই নদী থেকে ময়লা আবর্জনা অপসারণ, খোয়াই নদী ও চা বাগানগুলো থেকে নিয়মবহির্ভূতভাবে বালি উত্তোলন, শহরের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপসমূহ হবিগঞ্জের সার্বিক পরিবেশগত দাবী দাওয়া তুলে ধরা হয়। জেলা প্রশাসক তার বক্তব্যে সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রউফ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিউল আলম। বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ এর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন বাপা হবিগঞ্জ শাখার সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, কবি ও লেখক তাহমিনা বেগম গিনি, সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, নদী ও জলাশয় আন্দোলনের সদস্য সচিব আহসানুল হক সুজা, হাওড় রক্ষা আন্দোলনে সদস্য সচিব বিজন বিহারী দাস, রোটারী ক্লাব অব হবিগঞ্জের সাবেক প্রেসিডেন্ট মোতাব্বির হোসেন, ক্লাবের সেক্রেটারী এডভোকেট লুৎফুর রহমান, প্রশাসনের পক্ষ থেকে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রউফ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিউল আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com