এক্সপ্রেস ডেস্ক ॥ মৌমাছি, ভ্রমরা ইত্যাদি ধরণের বিষাক্ত পোকামাকড়ের কামড়ের ব্যথা বেশ যন্ত্রণাদায়ক। কিন্তু অসাবধানতা বশত এইসকল পোকামাকড়ের কামড় খেয়ে ফেলেন অনেকেই। এরপর ব্যথা এবং ত্বকের ফুলে উঠার যন্ত্রণা ভোগ করতে হয় অনেকটা সময়। কিন্তু তাৎক্ষণিকভাবেই এই যন্ত্রণা কিছুটা কমিয়ে ফেলা যায়। জানতে চান কীভাবে ? চলুন তবে জেনে নেয়া যাক।
১) প্রথমেই পোকামাকড়ের কামড় খেয়ে যতোটা সম্ভব স্থির থাকুন। যতো বেশি হাত পা নাড়াবেন ততোই এই ধরণের পোকার বিষ ছড়িয়ে পড়বে রক্তের সাথে। তাই কষ্ট হলেও নড়াচড়া একটু কম করবেন।
২) মৌমাছি কামড় দিলে দ্রুত পানির ধারায় আক্রান্ত স্থান ধরে রাখুন। এরপর তুলসি পাতা ছেঁচে এর রস বের করে নিয়ে আক্রান্ত স্থানে ধরে রাখুন। এতে খুব দ্রুত ব্যথা কমে যাবে।
৩) স্কিন এক্সপার্টদের মতে অনেক ধরনের পোকামাকড়ের কামড়ের ব্যথা থেকে বাঁচতে সাহায্য করবে বেকিং সোডা। সামান্য বেকিং সোডায় কয়েক ফোঁটা আপেল সিডার ভিনেগার মিশিয়ে পেস্টের মতো তৈরি করে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন। যন্ত্রণা কমে যাবে।
৪) মৌমাছি, ভ্রমর এবং বল্লা ধরণের বিষাক্ত পোকামাকড়ের কামড়ের যন্ত্রণা থেকে তাৎক্ষণিকভাবে দূর করতে সাহায্য করবে চুন। আক্রান্ত স্থানে চুন লাগিয়ে রাখুন।
৫) অ্যালোভেরা জেলও আক্রান্ত স্থানের ব্যথা কমাতে অনেক বেশি সহায়ক। অ্যালোভেরার পাতা কেটে তার জেল বের করে আক্রান্ত স্থানে লাগিয়ে নিন। খুব সহজেই কমে যাবে ব্যথা।