নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আউশকান্দি উপ-স্বাস্থকেন্দ্রের এমএলএলএস আঙ্গুর দেওয়ানের বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাকে বরখাস্তের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তার বিরুদ্ধে সরকারী হাসপাতালকে অবৈধ ব্যবহার, হাসপাতালে আসা রোগীদের বাথরুম ও টিউবওয়েল ব্যবহার করতে না দেওয়া, নারী কেলেংকারীসহ অনেক অভিযোগ উত্থাপন করা হয়।
সর্বশেষ আউশকান্দি উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভূমি উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে অন্যজনের ব্যবহারে অনুমিত প্রদান করে হাসপাতালের সীমানা প্রাচীরে গেইটের অংশ ভেঙ্গে গেলে এলাকাবাসী জানতে চান কেন এই হাসপাতালের ভূমি ব্যবহারের অনুমতি দিয়ে গেইটের ক্ষতি করা হলো। প্রতি উত্তরে তিনি জানান এটা তার ব্যাপার, এটা নিয়ে কাহারো মাথা ব্যথার কোন কারণ নেই। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ ব্যাপারটি নিয়ে হাসাপাতালের উর্ধ্বতন কর্তৃপক্ষ ডাঃ অর্ধেন্দু দেবের হস্তক্ষেপে গতকাল বুধবার সকালে হাসপাতালের ভিতরে এলাকাবাসীর সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসী তার বিরুদ্ধে নানান অভিযোগ উত্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ অর্ধেন্দু, উপ-স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ডাঃ রাশেদা আক্তার, ডাঃ হাবিবুর রহমান, বিশিষ্ট মুরুব্বী ডাঃ আজিজুর রহমান, সামছুল আলম (কনা মাস্টার), ইউপি সদস্য বদরুল ইসলাম বকুল, শাহনূর আলম, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুরশেদ আহমদ, সাবেক সেক্রেটারী মনর মিয়া, হাজী আতাউর রহমান, হাজী ওয়াহিদ মিয়া, ইয়াওর মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে এমএলএলএস আঙ্গুর দেওয়ানের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আগামী ১ সপ্তাহের মধ্যে হাসাপাতালের ভিতরে অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া ও ১৫ দিনের মধ্যে হাসপাতালের ঘর ছেড়ে দেওয়ার সময় বেঁধে দেন হাসপাতাল উর্ধ্বতন কর্তৃপক্ষ ডাঃ অর্ধেন্দু দেব। এসময় উপ-স্বাস্থ্য কেন্দ্রের এমএলএলএস আঙ্গুর দেওয়ানের বিরুদ্ধে এলাকাবাসীর স্বাক্ষরিত একটি অভিযোগপত্র উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে প্রদান করা হয়। উল্লেখ্য, এমএলএলএস আঙ্গুর দেওয়ান ইতিপূর্বে নারী কেলেংকারীর অভিযোগে দীর্ঘদিন জেল হাজত বাস করেন।