স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বিজিবি’র হাতে আটক মহিলা মাদক ব্যবসায়ীকে ৬মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী হচ্ছে-ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া থানার মনিয়ন্দ গ্রামের মনির হোসেনের স্ত্রী তাছলিমা আক্তার (২৫)। গত ১৯ মার্চ ৬টায় বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ গংগাসাগর বিওপি’র বিজিবি টহল দলের কমান্ডার হাবিলদার মোঃ মনিরুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ টহল পরিচালনা করে ১ কেজি ভারতীয় জট গাঁজাসহ তাছলিমাকে হাতেনাতে আটক করে। পরে বিজিবির তত্ত্বাবধানে বিশেষ ভ্রাম্যমান নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর বিশেষ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত তাকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল বিষয়টি নিশ্চিত করেছেন।