বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে জনতার গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত ॥ আটক ১ চুনারুঘাটে ৬ সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা ॥ স্বামী আটক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ মুক্তিযুদ্ধের চেতনা সকল ক্ষেত্রে বাস্তবায়ন করুণ খোশ আমদেদ মাহে রমজান ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডুবে শায়েস্তাগঞ্জের শিশুর মৃত্যু হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের উদ্যোগে স্মৃতিচারণ ॥ দোয়া ও ইফতার মাহফিল মহান স্বাধীনতা দিবসে নবীগঞ্জ পৌরসভা উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নবীগঞ্জে হত্যা মামলার আসামীসহ ২ জন গ্রেপ্তার নবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ছাগলকে হত্যার অপরাধে ব্যবসায়ী কারাগারে

হবিগঞ্জে ক্যাপসিকাম চাষ করে নতুন সবজি উপহার দিলেন পলাশ মিয়া

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ মার্চ, ২০১৫
  • ৭৩৩ বা পড়া হয়েছে

আবু ছালেহ্ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত ॥ ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ সারা বিশ্বেই একটি জনপ্রিয় ক্যাপসিকাম (মিষ্টি মরিচ) আমাদের দেশীয় প্রচলিত সবজি না হলেও ইদানিং এর চাষ সম্প্রসারিত হচ্ছে। বিশেষ করে বড় বড় শহরের আশেপাশে সীমিত পরিসরে কৃষকেরা এর চাষ করে থাকেন। যা অভিজাত হোটেল ও বিভিন্ন বড় মার্কেটে বিক্রি হয়ে থাকে। এছাড়া মিষ্টি মরিচ ক্যাপসিকাম (মিষ্টি মরিচ) বিদেশে রপ্তানির সম্ভাবনাও প্রচুর। কারণ সারা বিশ্বে টমেটোর পর পরই চাইনিজ রেস্তোরা ও অভিজাত পরিবারগুলোতে এর কদর গুরুত্বপূর্ণ সবজি হচ্ছে ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ। এ সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি বিদ্যমান এবং সহজেই টবে চাষ করা যায়। হবিগঞ্জ সদর উপজেলার ৭নং নূরপুর ইউনিয়নের অলিপুর ব্লকের সুরাবই গ্রামের কৃষক মোঃ পলাশ মিয়া তার ৫শতক জমিতে ক্যাপসিকাম চাষ শুরু করেন। গত বছরে নভেম্বর মাসে চারা রোপন করেন। অলিপুর ব্লকের উপ সহকারী কৃষি অফিসার এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শহিদুল ইসলাম এর সহযোগিতায় এবং পরামর্শে কৃষক পলাশ মিয়া এর চাষ শুরু করেন। এ সবজি হবিগঞ্জে  নতুন হওয়ায় অন্যান্য কৃষকেরাও উদ্বুদ্ধ হচ্ছেন। তবে আশেপাশের বাজারগুলোতে এর চাহিদা খুবই কম। ক্যাপসিকামের চাহিদা থাকে তাহলে হবিগঞ্জে উর্বর জমিতে সহজেই উচ্চ মূল্যের ক্যাপসিকাম বা (মিষ্টিমরিচ) চাষ করা সম্ভব। পলাশ মিয়া জানান তার জমিতে মোট খরচ হয়েছে প্রায় ২৫০০ খেকে ৩০০০ হাজার টাকা। এখন পর্যন্ত তিনি বিক্রি করেছেন প্রায় -১০,০০০ হাজার টাকা। আরোও ৪/৫ হাজার টাকার ক্যাপসিকাম বিক্রি হবে।  সল্প খরচে অধিক মূল্য পাওয়া যায় এই ক্যাপসিকামে আশেপাশের বাজারে চাহিদা না থাকায় পলাশ মিয়াকে শ্রীমঙ্গলে ক্যাপসিকাম বিক্রি করতে হচ্ছে। আগামীতে তিনি ২৫শতক জায়গায় এ সবজি চাষ করার ইচ্ছা পোষন করেছেন। তিনি জানন সার্বক্ষনিক পরামর্শ প্রদান করেন ব্লকের উপ সহকারী কৃষি অফিসার অলক কুমার চন্দ। উঁনার পরামর্শে এ বছর বিষমুক্ত ও জৈব সার দিয়ে এক একর জমিতে শীম, লাউ, আলূ, ও টমেটোসহ বিভিন্ন ফসল উৎপাদন করেছেন।  এ ব্যাপারে অলিপুর ব্লকের উপ সহকারী কৃষি অফিসার, অলক কুমার চন্দ বলেন, বাজারের অন্যান্য সবজির তুলনায় ক্যাপসিকাম একটি উচ্চমূল্যের সবজি। সবজিটির চাহিদা বৃদ্ধি বা বাজারজাত করতে পারলে অত্র এলাকার কৃষকগণ এর দ্বারা সবজিটি সম্প্রসারণ করতে পারবে। এতে কৃষকেরা অর্থনৈতিকভাবে বেশী লাভবান হবেন। ক্যাপসিকাম চাষে পলাশ মিয়ার সাফল্য দেখে ঐ এলাকার কৃষকরা ক্যাপসিকাম চাষে আগ্রহ প্রকাশ করেছে। জেলা কৃষি বিভাগ কৃষকদেরকে এ ব্যাপারে পরামর্শ প্রদান করলে ক্যাপসিকাম সবজি অর্থনীতিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com