বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

নবীগঞ্জে হয়রানীর শিকার হচ্ছে এক লন্ডনী পরিবার

  • আপডেট টাইম বুধবার, ১১ মার্চ, ২০১৫
  • ৭৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের প্রভাবশালী আলীম উদ্দিন কর্তৃক হয়রানীর শিকার হচ্ছে একই গ্রামের লন্ডনী পরিবার। লন্ডনী পরিবারের সম্পত্তি দখলের জন্য আলীম উদ্দিন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে লন্ডনী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভূগছে। গতকাল নবীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন আবুল কালাম আজাদ নামে জনৈক ব্যক্তি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, একই এলাকার প্রভাবশালী আলীম উদ্দিন দীর্ঘদিন ধরে আবুল কালাম আজাদের মামা ও শ্বশুর মরহুম হাছিব উল্লার বিশাল সম্পত্তি গ্রাস করার জন্য নানা ষড়যন্ত্র করে আসছিল আলীম উদ্দিন। হাছিব উল্লা মারা যাওয়ার পর এবং শ্বাশুড়ী আঙ্গুরা খাতুনসহ পরিবারের অন্যান্য সদস্য লন্ডনে অবস্থান করায় তাদের ভু-সম্পত্তি দেখা শুনার জন্য তার উপর লিখিতভাবে ক্ষমতা অর্পন করেন। ক্ষমতাপ্রাপ্ত হয়ে আবুল কালাম আজাদ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার খানপুর মৌজাস্থ দাগ নং ৪৫৬৯, ৪৫৭৫, ৪৭৯৮/৯, ৪৭৯৮/১৬, ৪৫৯৩, ৪৫৯৫, ৪৬২৪, ৪৬২৫, ৪৬২৬, ৪৬২৭ ও ৪৫৫৭ এবং নবীগঞ্জের মোস্তফাপুর মৌজার ৩৩০ নং দাগে ৩ শতক ভূমিসহ মোট ৪ একর ৮ শতক ভুমি ভোগ দখল করে আসছিলেন। কিন্তু বিগত ২৮ ফেব্র“য়ারী শনিবার সকাল সাড়ে ৯ ঘটিকার দিকে উক্ত আলীম উদ্দিন দেশীয় অস্ত্রসহ তার ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে তার মালিকানা ও দখলীয় ভূমি খানপুর মৌজাস্থ ৪৫৭৫নং দাগের জায়গায় বালু ফেলে জবর দখল করার চেষ্টা করে। খবর পেয়ে তিনি এলাকার মুরুব্বীয়ানদের নিয়ে বাধা প্রদান করলে উক্ত আলীম উদ্দিন ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা আবুল কালাম ও তার লোকজনের উপর হামলা চালিয়ে ব্যাপক মারপিট করে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তাদের প্রায় ১০/১২ লোক গুরুতর আহত হয়। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এর মধ্যে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত তার ফুফাতো ভাই জয়নাল আবেদীনকে আশংকাজনক অবস্থায় সিলেট থেকে ঢাকা স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। অপর আহত তার মামাতো ভাই গিয়াস উদ্দিন বর্তমানে স্কয়ার হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় আবুল কালাম আজাদ বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ্য করে আরো অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা করার পর থেকে উক্ত আলীম উদ্দিন ও তার বাহিনী আরো বেপরোয়া হয়ে উঠে। তার প্রাণনাশের হুমকীর কারনে দেশে অবস্থানরত তার শ্বাশুড়ী লন্ডন প্রবাসী আঙ্গুরা খাতুনসহ আবুল কালাম আজাদের পরিবার ও স্বজনরা চরম নিরাপত্তহীনতায় ভোগছেন বলে সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন। এছাড়া আলীম উদ্দিন আবুল কালাম আজাদকে মোবাইল ফোনে হত্যার হুমকী দেয়ায় তিনি চরম আতংকের মধ্যে জীবন যাপন করছেন বলেও অভিযোগ করেন। এছাড়া তার ফুফাতো ভাই নিহত জয়নাল আবেদীনের ঘাতকদের গ্রেফতার ও ফাঁসি দাবী করে, তিনি বলেন, আলীম উদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে তার লন্ডন প্রবাসী শ্বাশুড়িসহ পরিবার-পরিজনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। উক্ত সাংবাদিক সম্মেলনে আবুল কালাম আজাদ ছাড়াও অন্যানের মধ্যে তার লন্ডন প্রবাসী শাশুরী আঙ্গুরা খাতুন উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবান দেন তারা। এ সময় লন্ডন প্রবাসী আঙ্গুরা খাতুন বলেন, এদেশে আমাদের জানমালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের। তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এক প্রবাসী হিসেবে অনুরোধ আমার ও আমার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com