সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জ পৌরসভার কীটনাশক সার ও বীজ ঘর উপজেলা কৃষি কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন

  • আপডেট টাইম সোমবার, ৯ মার্চ, ২০১৫
  • ৪৫১ বা পড়া হয়েছে

জালাল উদ্দিন রুমি, শায়েস্তগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র সোম¡ শায়েস্তাগঞ্জ পৌরসভার নিুোক্ত দোকান যথাক্রমে – জামাল ট্রেডার্স, জননী ট্রেডার্স, ইকবাল ট্রেডার্স, নিউ চাষী বীজ ঘর, আঞ্জব আলী ট্রেডার্স, মেসার্স মঞ্জুর আলী ট্রেডার্স, মেসার্স হাজী ট্রেডার্স, মকুল কৃষি বিতান, মেসার্স মোজাম্মেল ট্রেডার্স সরেজমিনে তদন্ত করেন। তদন্তকালে কৃষি কর্মকর্তা দোকানের লাইসেন্স, কীট নাশক বিক্রির লাইসেন্স, সার ও বীজ এর মধ্যে কোন রকম ভেজাল আছে কি না? কীট নাশক এর মেয়াদ উত্তীর্ণ কি না? এই বিষয়গুলো যথার্থভাবে পর্যবেক্ষন করেন। এছাড়া কোন কৃষি কর্মকর্তা কোন রকম অসদুপায় অবলম্বন করেন কি না এই বিষয়গুলো সরেজমিনে তদন্ত করেন।  খুচরা সার বিক্রেতারা কোন রকম ভেজাল মিশ্রিত সার বিক্রি করছেন কি না গুরুত্বের সাথে দেখেন। সারের মূল্য তালিকা টাঙ্গানো বীজের মেয়াদ, কীটনাশকের মেয়াদ এর ব্যাপারে দোকানীদের সতর্ক হওয়ার পরামর্শ দেন। এছাড়া অসাধু ব্যবসায়ীরা খোলা বাজারে ধান ক্রয় করে বিভিন্ন কোম্পানীর বস্তা তৈরী করে কোন রকম ব্যবসা যাতে না করতে পারে সে ব্যাপারেও সতর্ক দৃষ্টি রাখতে এসএপিপিও সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নির্দেশ দেন। তদন্তকালে উপস্থিত ছিলেন সাংবাদিক জালাল উদ্দিন রুমি, এসএপিপিও সিরাজুল হাই, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ, সামসুল ইসলাম, নিউটন বিহারী অধিকারী, ইকবাল মাহমুদ, সাইফুল্লাহ, স্থানীয় বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com