মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩:২১ অপরাহ্ন

জনপ্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত প্রশাসনের বিশেষ সভায় বক্তারা ॥ হবিগঞ্জকে সকল সহিংসতা থেকে মুক্ত রাখার অঙ্গীকার

  • আপডেট টাইম বুধবার, ২১ জানুয়ারী, ২০১৫
  • ৪২৩ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥ হবিগঞ্জের সড়ক-রেলপথসহ সারা জেলাকে নিরাপদ রাখার অঙ্গীকার করলেন জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত শহরের সার্কিট হাউসে অনুষ্ঠিত স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের সমন্বয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এ অঙ্গীকার ব্যক্ত করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল সাজ্জাদুর রহমান, র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার এএনএ মুসাব্বির, জেলা আনসার ও ভিডিপি অ্যাডজুটেন্ট মাহবুব উদ্দিন। এ ছাড়াও হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ সৈয়দ আহমদুল হক, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতর আলী, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ফরিদ, নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলী, বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, নুরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী ও দেবপাড়া ইউপি চেয়ারম্যান জাবেদ আলীসহ জেলার ৭২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেন-রাজনৈতিক সম্প্রীতির জেলা হিসেবে সারাদেশে হবিগঞ্জের সুনাম রয়েছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কারণ জনপ্রতিনিধিরা জনগণ ও রাষ্ট্রের সেবা করার দায়িত্ব নিয়েই নির্বাচিত হন। তিনি আরো বলেন, জেলার সকল মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ সকলে মিলে এক সাথে কাজ করতে হবে। আগামী দিনে যেন হবিগঞ্জের কোথাও আইনশৃংখলার অবনতি না ঘটে সে দিকে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক সভায় আরও জানান- ইতোমধ্যে সড়কপথ ও রেলপথ নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভার মাধ্যমে প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করা হবে বলে মতবিনিময় সভায় জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com