সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন

চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিদর্শন করলেন নব-নির্বাচিত পৌর মেয়র

  • আপডেট টাইম শনিবার, ১৭ জানুয়ারী, ২০১৫
  • ৩৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্যোগে চুনারুঘাট পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছুকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। তিনি ট্রেনিং সেন্টারের সকল কার্যক্রম পরিদর্শন করেন। পরে সংবর্ধনা সভায় যোগ দেন। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ ইসমাইল হোসেন বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি চুনারুঘাট পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যকস্ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, প্রধান শিক্ষক দিলীপ কুমার দেব, প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশীদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ার আলী, চুনারুঘাট প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন। বক্তব্য রাখেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জালাল মিয়া, প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মোঃ আল-আমিন হোসেন প্রমূখ। কুরআন তেলাওয়াত করেন মাওলানা মখলিছুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু বলেন ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে তথ্য প্রযুক্তির বিকল্প নেই। ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার চুনারুঘাটে তথ্য প্রযুক্তি প্রসারে যেভাবে ভূমিকা রাখছে তা সত্যিই প্রশংসনীয়। চুনারুঘাট পৌরসভাকে একটি মডেল ও আধুনিক পৌরসভা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন নব নির্বাচিত মেয়র। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বাংলাদেশ শিক্ষা বোর্ড এর অধীনে চুনারুঘাট উপজেলা একমাত্র কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। যার কোড নং- ৬৩০১৭। ২০১৩ সালে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইস কর্তৃক ইন নাম্বার লাভ করে। যার ইন নং- ১৩৫৬৫১। প্রতি ৩ ও ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স শেষে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এ প্রতিষ্ঠান থেকে বরাবরই এ প্লাস সহ শতভাগ পাশ আসছে। উক্ত প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি সনদপ্রাপ্ত হয়ে বিপুল সংখ্যক বেকার শিক্ষিত যুবক যুবতি কর্ম সংস্থানের সুযোগ লাভ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com