বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

মাধবপুরে যুব সমাবেশে সমাজ কল্যাণ মন্ত্রী ॥ আগামী সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হবে

  • আপডেট টাইম শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৩
  • ৪৬১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর, হবিগঞ্জ থেকে ॥ সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, আওয়ামীলীগ সরকার দেশে মানুষের ভাতের চাহিদা মিটিয়েছে। খাদ্যের চাহিদা মিটিয়ে আগামী ১০ বৎসরের মধ্যে আওয়ামীলীগ সরকার ক্ষমতা থাকলে দেশ স্বয়ংসম্পূর্ণ হবে। আওয়ামীলীগ সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে দেশ বিশ্বে একটি মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশকে জাতিসংঘ শিক্ষায় অগ্রগামির দিক দিয়ে মডেল হিসেবে বিবেচনা করছে। জানুয়ারীর ২৪ তারিখের মধ্যে দেশে নির্বাচন হবে। দেশের মানুষ ভোট দিতে চায়। তারা স্বতঃস্ফুর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। একটি দু®কৃতিকারী চক্র দেশ স্বাধীনের পর দেশ যখন অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছিল তখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। এর পর সুকৌশলে জিয়াউর রহমান ক্ষমতা দখল করে তিনি হা না ভোট দেন। মানুষ এ নির্বাচনে অংশ না নিয়ে হা না ভোট প্রত্যাখান করেন। কিন্তু তিনি দেখিয়েছেন লক্ষ্য লক্ষ্য ভোটে তিনি পাশ করেছেন। বিএনপি নেত্রী এখনও সে স্বপ্ন দেখেন। দেশের জনগণ তা হতে দেবে না। খালেদা জিয়া চাচ্ছেন দেশে একটি গন্ডগোল লাগিয়ে নির্বাচন ঠেকানোর। কিন্তু তার সেই ইচ্ছা সফল হবে না। আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত হবে। তিনি বিরোধী দলের প্রতি আলোচনা এবং নির্বাচনে অংশ গ্রহণের আহ্বান জানান। একটি চক্র হেফাজত নামধারী মাথাছাড়া দিয়ে উঠেছে। ইসলামের কোন জায়গায় হেফাজতের প্রয়োজন। ইসলামের কোন অংশে হেফাজতের দরকাপ্রশ্ন রেথে তিনি বলেন, একটা খুড়া অজুহাত দেখিয়ে তারা ঢাকায় সমাবেশ করে। আর খালেদা জিয়া হুকুম দেয় ৪৮ ঘন্টার মধ্যে তারা সরকারকে সরিয়ে দিবেন। তারা বলুক ইসলামের কোন জিনিসটার হেফাজতের প্রয়োজন। হেফাজত নেতা আল্লামা আহমদ শফি তথ্য দেয় মহিলারা তেতুলের মত। মহিলারা স্কুলে যেতে পারবে না, চাকরি করতে পারবে না, নেতৃত্ব দিতে পারবে না। মহিলা নাকি তেতুল, তাদের দেখলে হেফাজত নেতাদের মতে পুরুষের মুখে লালা আসে। যা ইসলাম কোনদিন সমর্থন করে না। তিনি বলেন, খালেদা জিয়া চাচ্ছেন তার ফর্মুলায় সরকার গঠন করতে হবে। গত দুটি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে ১০ জন নিতে হবে। এরা মিলে একজনকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করবেন। তত্ত্বাবধায়ক সরকার কি করেছে তা জনগণ দেখেছেন। তাদেরকে জনগণ আর চায় না। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাধবপুর উপজেলা যুবলীগ কর্তৃক আয়োজিত উপজেলা চত্বরে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জনসভায় জনগণের প্রতি আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য বিনীত আহ্বান জানান। উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠানের সভাপতিত্বে ও সম্পাদক কাউছার মোল্লার পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, পি.পি আকবর হোসেন জিতু, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি বেনু রঞ্জন রায়, মোজাহিদুল ইসলাম, মিজানুর রহমান, পৌর যুবলীগ সভাপতি সাব্বির হাসান, আরিফুর রহমান, যুব নেত্রী জোহরাতুজ ফাতেমা রিনা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com