স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন জুয়ার স্পটে অভিযান চালিয়ে ৮টি মোটর সাইকেল ও সিএনজি জব্ধ করেছে পুলিশ। সুত্রে জানা যায়, সদর উপজেলার বিভিন্ন স্পটে সন্ধ্যার পর থেকে জুয়ার আসর বসে। এসব আসর থেকে এক শ্রেণীর অসাধু লোক প্রতিদিন টাকা উত্তোলন করে। বিষয়টি পুলিশের নজরে এলে একদল পুলিশ গত মঙ্গলবার রাতে অভিযান চালায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালিয়ে গেলেও ৮টি মোটর সাইকেল ও একটি সিএনজি জব্দসহ জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। ওসি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযান প্রতিদিনই চলবে। কাউকেই ছাড় দেয়া হবে না।