মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

চুনারুঘাটে ছাত্রদলে প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • আপডেট টাইম শুক্রবার, ২ জানুয়ারী, ২০১৫
  • ৪৭৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল চুনারুঘাটে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, পথসভা, কেক কাট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় দিদার কমিউনিটি সেন্টারে কেক কাটা ও আপ্যায়নের পর বর্ণাঢ্য এক র‌্যালি চুনারুঘাট পৌরসভার বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ করে মধ্য বাজারে এক পথ সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম   আহ্বায়ক আব্দুল মান্নান রুমন এর সভাপতিত্বে এবং মিজবাহ উদ্দীন তানীম এর পরিচালনায় বক্তব্য রাখেন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা নাসির উদ্দীন, রাসেল আহমেদ, আলম, মীর হোসেন, আরিফ হাসান, মামুন, মীর সোহেল, পংকজ দাশ, শাহীনুজ্জামান, জি.এম. সেলিম, কামরুল হাসান, আনোয়ার হুসেন, রিপন মিয়া, মিঠুন আহমেদ, সুমন মিয়া, মাসুক মিয়া, তাউজ উদ্দীন, সালাম, আলমগীর, সোহাগ, ফয়সল, ফয়েজ, মনির, অনিক, মাহি, তুহিন, ছন্দু, তপু, তোহা, জসিম, জুনেল, রুমন, কাজল, বশির, মহসিন, শাওন, রুবেল, ফারহান সরকার, অনু মিয়া, কবির, ইমরান আহমেদ জুয়েল, আরিফুর রহমান। এছাড়াও উপজেলা, পৌরসভা, কলেজ ও বিভিন্ন ইউনিয়ন শাখার শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পথসভায় সভাপতির বক্তব্যে ছাত্রদলে ৩৬ বছরের গৌরবোজ্জল ইতিহাসের কথা তুলে ধরেন। পাশাপাশি চুনারুঘাট উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি চুনারুঘাটের জননন্দিত মেয়র মরহুম মোহাম্মদ আলীর স্মৃতিচারণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com