এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের নিকটস্থ শংকরশেনা গ্রামের মিশর প্রবাসী আব্দুল আলীর (৫০) লাশ ৫২ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। প্রায় ১ মাস ২২ দিন পুর্বে শ^শুর বাড়ী বাহুবলের রশীদপুর গ্যাস ফিল্ড সংলগ্ন দ্বিতীয় স্ত্রীর বাড়িতে নিহত হন তিনি। এ ঘটনায় প্রথম স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে দাফনের ৫২ দিন পর গতকাল শুক্রবার সকাল ১১টায় কবর থেকে লাশ উত্তোলন করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রিট শাহরিয়ার জামিল। এ সময় বাহুবল থানার এস আই জহির আলী, গোপলার বাজার ফাঁড়ি পুলিশ, এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনার খবর পেয়ে এলাকার শত শত মানুষের উপচে পড়া ভিড় ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত আব্দুল আলী দু’টি বিয়ে করেন। তার ১ম স্ত্রী নুরমতি বেগমের বাড়ি গজনাইপুর ইউনিয়নের বালিদ্বারা গ্রামে। ২য় স্ত্রী সুফিয়া বেগমের বাড়ি বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পুকুরপাড় গ্রামে। নিহত আব্দুল আলী মিশর প্রবাসে থাকাকালে ২য় স্ত্রীকে নিয়ে রশিদপুর গ্যাস ফিল্ডের সন্নিকটে নতুন বাড়ি করে বসবাস করে আসছিলেন। প্রায় ৬/৭ মাস পুর্বে নিহত আব্দুল আলী মিশর থেকে দেশে ফিরেন। এবং ২য় স্ত্রী সুফিয়া বেগমকে নিয়ে নতুন বাড়িতেই থাকতেন। বিগত ২২ সেপ্টেম্বর আব্দুল আলী তার স্ত্রী সুফিয়া বেগম’র ঘরে রহস্যজনক ভাবে মারা যান। হঠাৎ করে আব্দুল আলী মারা গেছে বলে সংবাদ দেওয়া হয় তার ১ম স্ত্রী ও পরিবারের লোকজনকে। পরে দিনে দিনেই লাশে কাফন পড়িয়ে তার বাড়ী শংকরশেনায় পাঠিয়ে দেয় তার স্ত্রী সুফিয়া বেগম। লাশ দাফন করা হয়। কিন্ত এ মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি পরিবারের লোকজন। তাদের মনে নানা রহস্যের সৃষ্টি হয়। এমতাবস্থায় ২য় স্ত্রীর ছেলে আলমগীর মিয়া তার সৎ মা নুরমতি বেগমকে জানায় তার বাবা আব্দুল আলীকে তার মা ও মায়ের পুর্বের স্বামী মিলে শ্বাসরোদ্ধ করে হত্যা করেছে। এ খবর পেয়ে ঘটনার ১০ দিন পর বিগত ২ অক্টোবর হবিগঞ্জের জুডিশিয়াল আমল আদালতে নিহত আব্দুল আলীর ১ম স্ত্রী নুরমতি বেগম বাদী হয়ে ২য় স্ত্রী সুফিয়া বেগমসহ ৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার জামিল কবর থেকে লাশ উত্তোলন করেন।