স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে যৌথবাহিনী ১১ আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
হবিগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল আলীর পুত্র সদর উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি সিরাজুল হক (৫০), নিজামপুর ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক মৃত ইছাক আলীর পুত্র আব্দুল কাইয়ূম (৪৫), পূর্ব ভাদৈ গ্রামের মৃত নুর আলীর পুত্র হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ডিডরাইটার মোহাম্মদ আলী (৪০), বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বারো আউলিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল কদ্দুছ এবং নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামের জিতু মিয়ার ছেলে মঈনুল ইসলাম হেবলুকে। আব্দুল করিম বাহুবল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য। হেবলু আউশকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। এছাড়া বিভিন্ন স্থান থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে আব্দুল কদ্দুছ এবং মঈনুল ইসলাম হেবলুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, পুলিশ সুপারের নির্দেশে অভিযান নির্বাচনের আগ পর্যন্ত চলবে। পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন জানান, যে কোনো ধরনের নাশকতা রুখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আসন্ন নির্বাচন নির্বিঘ্ন করতে পুলিশি অভিযান শুরু হয়েছে। অভিযানকালে আট ডেভিলকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে।