স্টাফ রিপোর্টার, চুনারুঘাট থেকে ॥ ভারতের ত্রিপুরাতে জনতার হাতে নিহত ৩ বাংলাদেশীর মরদেহ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বাল্লা স্থলবন্দর বরাবর প্রহড়মুড়া সীমান্ত দিয়ে লাশ হস্তান্তর করে খোয়াই থানা পুলিশ। বাল্লা সীমান্ত ফাঁড়ির কমান্ডার আবুল খায়েরের নেতৃত্বে পতাকা বৈঠক শেষে বিএসএফের কাছ থেকে লাশগুলো গ্রহণ করে বিজিবি। এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, চুনারুঘাট মাধবপুরের সার্কেলে এসপি ছালিমুর রহমান, চুনারঘাট থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম, বাল্লা বিজিবি কোম্পানী কমান্ডার খাইরুল আলম, ভারতের পক্ষে উপস্থিত ছিলেন খোয়াই থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ ধন সরকার এবং বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার কুলদিপসহ পুলিশের সদস্যগণ। উপস্থিত ছিলেন নিহতদের আত্মীয়স্বজন।
বুধবার সকালে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার আশারামবাড়িতে জনতার হাতে নিহত হন ৩ বাংলাদেশী। তারা হলেন চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত আশ্বব উল্লার পুত্র জুয়েল মিয়া (২৫),বাসুল্লা গ্রামের কনা মিয়ার পুত্র পন্ডিত মিয়া (৩০) ও কবিলাষপুর গ্রামের কদ্দুস মিয়ার পুত্র সজল মিয়া(২৮)।
বিভিন্ন সুত্রে জানা গেছে, ওই ৩ জন ১৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। নির্ভরযোগ্য সুত্র জানান,
১৫ অক্টোবর ভারতের আশারামবাড়ির বিক্ষুব্ধ জনতা ৩ বাংলাদেশিকে কুপিয়ে ও তীর নিক্ষেপে হত্যা করে। খবর পেয়ে ত্রিপুরার খোয়াই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে খোয়াই হাসপাতাল মর্গে নিয়ে আসে। খোয়াই পুলিশ সুত্র জানান, নিহত ব্যক্তিরা সীমান্তের চাম্পাহাওর এলাকার বিদ্যাবিল গ্রাম থেকে একটি গরু চুরি করে নিয়ে যাবার সময় জনতা দেখে তাদেরকে আটক করে পিঠিয়ে মেরে ফেলে। সুত্র জানান, নিহত ব্যক্তিরদের মরদেহ ময়না তদন্ত হয়েছে খোয়াই সরকারী হাসপাতালে।