স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযানে ৭০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে শায়েস্তাগঞ্জ থানার ওলিপুর স্কয়ার কোম্পানির সামনে মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা পালিয়ে যায়। এ সময় ৭০ কেজি ওজনের গাঁজার বস্তা উদ্ধার করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। উদ্ধারকৃত গাঁজা জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।