সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও দুই এসিল্যান্ড’র কারাদণ্ড পইল উত্তরপাড়া এলাকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার আদালতে জাল মৃত্যু সনদ দাখিল করায় ১৪ জনকে কারাগারে প্রেরণ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের সঙ্গে শালিস কমিটির বৈঠক জামানতের টাকা প্রদানের সিদ্ধান্ত দেশে উন্নয়ন ও অগ্রতির জন্য ট্রাক মার্কা কোন বিকল্প নেই-চৌধুরী আশরাফুল বারী নোমান নবীগঞ্জে গভীর রাতে ঘরে ঘুমন্ত যুবককে বের করে জমিনে নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ বানিয়াচংয়ে বিবিসির একপেশে সংবাদ প্রকাশের অভিযোগে ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে টমটম উদ্ধার ॥ ৩ চোর আটক মাধবপুর সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক যৌথ বাহিনীর অভিযানে পাসপোর্ট অফিসের সামন থেকে দালাল আটক

চুনারুঘাট পৌর মেয়রের জানাযায় মানুষের ঢল

  • আপডেট টাইম রবিবার, ১২ অক্টোবর, ২০১৪
  • ৫০২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলী (৪৫) এর জানাজা শেষে বড়াইল কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে গতকাল শনিবার বাদ জোহর চুনারুঘাট কেন্দ্রীয় ঈদগা মাঠে মরহুম মেয়র মোহাম্মদ আলীর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে অংশ নিতে উপজেলার গ্রামাঞ্চলসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি সহ বিভিন্ন স্থরের লোকজন গতকাল সকাল থেকেই চুনারুঘাট বাজারে জড়ো হতে থাকেন। ঈদ গায়ে জানাযা নামাজের স্থান নির্ধারণ করা হলেও নির্ধারিত সময়ের পূর্বেই মুসল্লীদের উপস্থিতির কারণে ঈদ গা পরিপূর্ণ হয়ে যায়। ফলে পার্শ্ববর্তী মসজিদ, মাদ্রাসা মাঠ, বিভিন্ন ভবনের ছাদে এবং চুনারুঘাটের পুরো বাজারের উত্তরে হাসপাতাল সড়ক ও দক্ষিনে সোনালী ব্যাংক পর্যন্ত রাস্তা পরিপূর্ণ হয়ে যায়। স্মরনকালের এ জানাযা নামাজে অনেকের মতে ২০ হাজারের বেশী মুসল্লী অংম নেন।
জানাযা নামাজে অংশ নেন সিলেটের সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট মোঃ মাহবুব আলী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসন জীবন, হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মোহাম্মদ ফয়সল, হবিগঞ্জ পৌর মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, চুনারুঘাটের উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, আমির চান কমপ্লেক্সের সত্বাধিকারী মোঃ আবুল কাশেম, জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ মনজুর উদ্দিন আহমেদ শাহীন, যুগ্ম সম্পাদক আমিনুর রশীদ এমরান, এডঃ কামাল উদ্দিন সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক সেলিম, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, আজমিরীগঞ্জ পৌর প্রশাসক গোলাম ফারুক, চুনারুঘাটের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র ফরিদ আহম্মদ অলি, মাধবপুর পৌর বিএনপির সেক্রেটারি আলাউদ্দিন আল রনি, সিনিয়র সভাপতি শামছুল ইসলাম কামাল, জেলা যুবদলের সভাপতি আজিজুল রহমান কাজল, জেলা ছাত্রদল আহ্বায়ক তাজুল ইসলাম ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, সৈয়দ মুশফিক আহমেদ, বাহুবল উপজেলা বিএনপির সভাপতি আকদ্দছ মিয়া বাবুল, চুনারুঘাট রপৌর বিএনপির সেক্রেটারি এডভোকেট আব্দুল হাই, ইউপি চেয়ারম্যান আইয়ূব আলী, মাওলানা তাজুল ইসলাম, আবেদ হাসনাত সনজু চৌধুরী, ওয়াহেদ আলী, এজাজ ঠাকুর চৌধুরী, এডভোকেট সরকার মোঃ শহিদ, আবু সালেহ মোঃ শফিকুর রহমানসহ অনেকেই।
এদিকে জানাযা পূর্ব চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার নেতৃত্বে একটি শোক র‌্যালী বের করা হয় এবং ব্যবসায়ীর দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩ ঘন্টা দোকান-পাঠ বন্ধ রাখেন।
উল্লেখ্য, তিনি শুক্রবার বিকেল সাড়ে ৩টায় সিলেট নুরজাহান ক্লিনিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না…. রাজেউন)।
আলহাজ্ব মোহাম্মদ আলী ২০০৫ সনে চুনারুঘাট পৌর সভার প্রথম প্রশাসক নিয়োগ হন এবং ২০১০ সনে নির্বাচনের মাধ্যমে প্রথম নির্বাচিত মেয়র হন। তিনি প্রথমে জাসদ ছাত্রলীগের রাজনীতি করলেও নব্বই দশকে ছাত্রদলের সভাপতির মাধ্যমে ছাত্ররাজনীতিতে আসেন। দীর্ঘদিন তিনি ছাত্ররাজনীতির পর আসেন বিএনপিতে। পরবর্তীতে তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com