সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

প্রত্যেক ধর্মের প্রতি সবাইকে শ্রদ্ধাবোধ রাখতে হবে-এমপি বাবু

  • আপডেট টাইম শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
  • ৪৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা কুর্শি ইউনিয়নের রতনপুর বড়বাড়ী পূজা মন্ডপে গত বৃহস্পতিবার রাতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে এক আলেচনা সভা অনুষ্টিত হয়। পূজা কমিটির উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীতল রায়ের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম এ মুনম চৌধুরী বাবু। এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লূৎফুর রহমান, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র রিজভী আহমদ খালেদ, বাহুবল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ কুটি, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মুরাদ আহমদ, যুগান্তর প্রতিনিধি সরওয়ার শিকদার, রঞ্জু দেব। এতে বক্তব্য রাখেন পূজা কমিটির সভাপতি শুভাংশু শেখর রায় পিকু, সাধারন সম্পাদক পিন্টু চন্দ্র রায়, অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা বলেন্দ্র রায়, সুভাষ চন্দ্র রায়, ঝুমুর ভৌমিক, নিপুন পাল, বলাই রায়, পরাশ রায়, নুপুর রায় প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে এমপি মুনম চৌধুরী বাবু বলেন-ধর্ম যার যার উৎসব সবার। তাই প্রত্যেক ধর্মের প্রতি সবাইকে শ্রদ্ধাবোধ রাখতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com