রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের ৬ দিন পর উমেদনগর গ্রামের এক ব্যক্তির লাশ উদ্ধার জেলা কারাগারে বন্ধুকে গাঁজা দিতে গিয়ে ব্যবসায়ী আটক বানিয়াচং উপজেলা পরিষদ সংলগ্ন সরকারি ভূমি স্বেচ্ছাসেবকলীগ নেতার দখলে ॥ রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার হবিগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে এক শহীদ, এক বৃক্ষ কর্মসূচী অনুষ্ঠিত নবীগঞ্জে জায়গা নিয়ে বিরোধ সংঘর্ষে ৭ জন আহত জে. কে. এন্ড এইচ. কে. হাইস্কুল এন্ড কলেজ এলামনাই এসোসিয়েশনের ১৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন ॥ প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক আহবায়ক, জি এম মাওলা সদস্য সচিব হযরত শাহ্জালাল (রা:) উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফয়েজ আহমেদের উপর হামলার প্রতিবাদে গ্রামবাসীর সভা অনুষ্ঠিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হবিগঞ্জ ঠিকাদার সমিতির কমিটি গঠিত ॥ তাজুল ইসলাম চৌধুরী ফরিদ সভাপতি লায়ন মোঃ কবির হোসেন সাধারণ সম্পাদক নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হবিগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি অঞ্চলের ২য় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্টিত

নবীগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় ॥ সেনা-র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে ৮ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২২ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামে পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার দক্ষিণ গজনাইপুর গ্রামে ও জনতার বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দক্ষিণ গজনাইপুর গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে ইকবাল হোসেন, পিরোজপুর গ্রামের নাজির মিয়ার ছেলে রোজেল মিয়া, দেওপাড়া গ্রামের সালেক মিয়ার ছেলে কাইয়ুম মিয়া, রামলোহ গ্রামের জয়নাল মিয়ার ছেলে সোহেল আহমেদ, মো. জুবেদ মিয়ার ছেলে আবির আহমেদ জয়, দেওপাড়া গ্রামের প্রদীপ দত্তের ছেলে পংকজ দত্ত, পানিউমদা গ্রামের মৃত তাজুল মিয়ার ছেলে আল আমিন, শতক গ্রামের বশির মিয়ার ছেলে সাদেক মিয়া। পুলিশ সূত্রে জানা যায়—গত (৩১ মে) জনতার বাজার পশুরহাটে ম্যাজিস্ট্রেটের উপর হামলার ঘটনায় (১ জুন) ৩৪ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
গত শনিবার (২৮ জুন) এ মামলার এজাহারভুক্ত আসামি দক্ষিণ গজনাইপুর গ্রামের আজির উদ্দিনের ছেলে নজর উদ্দিন (৪০)—কে গ্রেফতার করতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামানের নেতৃত্বে নবীগঞ্জ থানা ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালায়। নজর উদ্দিনের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তবে এ সময় অন্যান্য আসামিরা গ্রামের মসজিদে ‘ডাকাত এসেছে’ বলে মাইকিং করে। এতে গ্রামের প্রায় দুই শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালায় এবং পুলিশের কাছ থেকে নজর উদ্দিনকে ছিনিয়ে নেয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া হয় এবং সংঘর্ষে পুলিশের একটি ভ্যান ও দুইটি সিএনজি ভাংচুর করা হয়। হামলায় পুলিশের তিন কনস্টেবল আহত হন। পুলিশের উপর হামলার ঘটনায় (২৮ জুন) নবীগঞ্জ থানার এসআই শওকত আলী বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে নবীগঞ্জ থানায় মামলা নং-২১ দায়ের করা হয়। রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশ, বানিয়াচং সেনা ক্যাম্পের একদল সেনা সদস্য ও র‌্যাব-৯-এর অভিযানিক দলসহ উপজেলার দক্ষিণ গজনাইপুর গ্রামে ও জনতার বাজার এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশের উপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি আব্বাস উদ্দিনের ছেলে ইকবাল হোসেনসহ ১৩ জনকে আটক করা হয়। পরবর্তী যাচাই-বাছাই শেষে এজাহারভুক্ত আসামি ইকবাল হোসেন ও মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আরও ৭ জনসহ মোট ৮ জনকে পুলিশের উপর হামলার মামলায় গ্রেফতার দেখানো হয় এবং নিরপরাধ ৫ জনকে ছেড়ে দেওয়া হয়।
বানিয়াচং সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদ বলেন—অভিযানে সেনাবাহিনীর একটি দল র‌্যাব ও পুলিশকে সহায়তা করেছে। আটককৃতদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন—পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার সেনাবাহিনী ও র‌্যাবের সহযোগিতায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার এজাহারভুক্ত আসামিসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ প্রসঙ্গে বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান—পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ১৩ জনকে আটক করা হয়েছিল, তথ্য যাচাই-বাছাই করে মামলার এজাহারভুক্ত ১জন আসামিসহ ৮ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com