স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৯নং ইউনিয়নের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সিরাজু ইসলামের সভাপতিত্বে এবং হবিগঞ্জ সদর উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুখলিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি এ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান। বিশেষ অতিথি জেলা সহ-সভাপতি মানিক মিয়া মেম্বার, জেলা মানবাধিকার সম্পাদক ইঞ্জিনিয়ার আতাউর রাসেল, হবিগঞ্জ পৌর সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক হৃদয়, সদর উপজেলা সভাপতি মাওলানা ফরিদ আহেমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, জেলা সদস্য বাবুল মিয়া, গোপায়া ইউনিয়ন সভাপতি ফিরোজ আলী, নিজামপুর ইউনিয়ন সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পইল ইউনিয়ন সভাপতি ফুল মিয়া, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুল আউয়াল, যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি জহিরুল হক প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান বলেন-সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে হলে গণঅধিকার পরিষদের কোন বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদকে ট্রাক মার্কায় নির্বাচিত করতে হবে।