স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী রঘুনন্দন পাহাড়ের ভিতরে শাহজীবাজার রাবার বাগান থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মোঃ হাবিব মিয়া (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ২৩ জুন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শাহজীবাজার রাবার বাগানে এ ঘটনা ঘটে। নিহত যুবক মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের তাজপুর গ্রামের মোঃ জামাল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাবার বাগানের কর্মরত শ্রমিক কাজ করতে গিয়ে রাবার গাছের জড়ের জুতার ফিতা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পায়, সুর-চিৎকার করে আশে পাশে থাকা ডাকেন এবং তার পরিবারকে খবর দেয়া হয়। রাবার বাগান কর্তৃপক্ষ চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশে প্রাথমিক তথ্য যাচাই করেন। চুনারুঘাট থানার তদন্ত ওসি শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। শাহজীবাজার রাবার বাগান ম্যানেজার নন্দী গোপাল রায় জানান, আমি অফিসের কাজে ঢাকায় আছি। এ বিষয়ে নিহতের স্বজনদের দাবী তাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে এবিষয়েও নিশ্চিত নয়। তবে এই হত্যার সাথে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে উপযুক্ত শাস্তির দাবী জানান তারা।