বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

হবিগঞ্জে পূবালী ব্যাংকের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সর্বাধুনিক ব্যাংকিং সুবিধা প্রদানের অঙ্গীকারে পূবালী ব্যাংকের ২০টি শাখা ও ৪টি উপশাখা নিয়ে হবিগঞ্জ জেলা শহরে পূবালী ব্যাংক পিএলসি এর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শহরের ঘাটিয়াবাজারস্থ শংকর সিটির তৃতীয় তলায় পূবালী ব্যাংক পিএলসি এর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোঃ শফিউল হাসান।
তিনি বলেন- বর্তমানে ব্যাংক গ্রাহকদের আস্থার শীর্ষে পূবালী ব্যাংক। পূবালী ব্যাংক বাংলাদেশের সকল শ্রেণির মানুষের কাছে আর্থিক লেনদেনের নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বিশ্বমানের ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি অর্জনের কাজ করছে পূবালী ব্যাংক।
পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও হবিগঞ্জ অঞ্চল প্রধান আবু হাসান মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মাসুম সিদ্দিকীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন- ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও মৌলভীবাজার অঞ্চল প্রধান মোঃ মুশফিকুর রহমান, উপ-মহাব্যবস্থাপক ও কুমিল্লা অঞ্চল প্রধান মোঃ মাইনুল ইসলাম, হবিগঞ্জ প্রধান শাখা ব্যবস্থাপক বাবুল কুমার দাস, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, বিশিষ্ট ব্যবসায়ী মদরিছ আলী টেনু, আব্দুর রাজ্জাক, হাবিবুল ইসলাম, ব্যবসায়ী নেতা মফিজুর রহমান বাচ্চু, শামছুল হুদা প্রমূখ। বক্তারা বলেন- পূবালী ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আর্থিক খাতের উন্নয়নে কাজ করছে। পূবালী ব্যাংক তাদের সেবার মাধ্যমে বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিয়েছে। সকল অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যেও পূবালী ব্যাংক গ্রাহকদের নির্ভরতা দিয়েছে। উক্ত অনুষ্ঠানে ব্যবসায়ীবৃন্দ, পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপকগণ, শিক্ষক, আইনজীবী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com