স্টাফ রিপোর্টার ॥ ঈদুল আযহা উপলক্ষে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ মতবিনিময় সভা করেছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এ সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা হেডকোয়ার্টার হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন পূর্ব বিভাগ) মোঃ হাবিবুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সিলেট রিজওনাল হাইওয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার মির্জা সাইজু। সভাপতিত্ব করেন হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক। পরিচালনা করেন সার্জেন্ট মুহশিউর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন এসআই ইব্রাহিম আখন্দ ও নজরুল ইসলাম। ডিআইজি বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সকল মালিক-শ্রমিক-সাংবাদিকদের ঈদ সুষ্ঠুভাবে উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এতে শ্রমিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।