স্টাফ রিপোর্টার ॥ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, হবিগঞ্জ এর আয়োজনে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে সকাল ১০টায় এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো ডাকাতি, ছিনতাই, চোরাচালান, দাঙ্গা এবং মাদক নির্মুলে করণীয়; সাম্প্রতিক সহিংসতার ধারাবাহিকতায় রুজুকৃত মামলার অগ্রগতি ও পর্যালোচনা; জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি, হবিগঞ্জ এর সার্বিক কার্যক্রম ও অগ্রগতি। এছাড়াও মামলা নিষ্পত্তিসহ বিচারিক কাজের অগ্রগতি, ভ্রাম্যমান আদালত পরিচালনা এবং আদালত ভবনের উন্নয়ন ও সংস্কারমূলক উদ্ভাবনী কাজের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স এর ফোকাল পার্সন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ছিফাত উল্লাহ এর উপস্থাপনা ও সঞ্চালনায় মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন- অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে, তদন্ত, বিচার ও প্রসেস জারীতে প্রতিবন্ধকতা ও প্রতিকারে করণীয় সম্পর্কে পৃথক প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেট রেঞ্জ এর ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, হবিগঞ্জ পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান, পিবিআই পুলিশ সুপার মোঃ হায়াতুন নবী, সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা খন্দকার, ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতাল হবিগঞ্জ এর তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ আমিনুল হক সরকার। এছাড়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, আর.এম.ও. ডা. মোমিন উদ্দিন চৌধুরী, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, র্যাব-৯ সিপিসি-০১ শায়েস্তগঞ্জ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, সি.আই.ডি, ডি.বি, জেল সুপার, কোর্ট পুলিশ পরিদর্শক, সকল থানার অফিসার ইনচার্জগণ, হবিগঞ্জ জেলা বার এর সভাপতি মোঃ আব্দুল হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, পাবলিক প্রসিকিউটর মোঃ আব্দুল হাইসহ ফৌজদারী মামলা দায়ের, তদন্ত ও বিচার কাজের সাথে সম্পৃক্ত অন্যান্য দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উক্ত কনফারেন্সে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আনোয়ার ছাদাত।