নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের আওয়ামীলীগের নেতা জয়নাল আবেদীনকে পুলিশ গতকাল বুধবার দুপুরে ভূমি দালালির সময়ে নবীগঞ্জ এসিল্যান্ড অফিসে হাতেনাতে ধরে কোর্টে প্রেরণ করেছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত ইয়াসিন উল্লাহর পুত্র ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন গতকাল একটি জায়গা দলিল করার জন্য নবীগঞ্জ সাব রেজিষ্টার অফিসে যান। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়নালকে গ্রেফতার করে।
নবীগঞ্জ থানায় ওসি মোঃ কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তাকে ডেভিল হান্টে গাড়ি পুড়ানোর মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।