মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ তুচ্ছ ঘটনার জেরে বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রাম রণক্ষেত্রে পরিনত হয়েছে। টেটা যুদ্ধে মহিলাসহ আহত হয়েছে অর্ধশতাধিক লোক। টেটাবিদ্ধ ওই গ্রামের ফারুক মিয়ার ছেলে শাহ আলম সহ অন্তত ৫ জনকে গুরুতর আশংকাজনক অবস্থায় সিলেট প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের উত্তর সাঙ্গর গ্রামে। জানা যায়, ওই গ্রামের সাবেক মেম্বার আলাউদ্দিন গং ও নুরুল হুদা গং এর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জেরে ধানের খড়ে গরু মুখ দেওয়াকে কেন্দ্র করে দুপুর আনুমানিক ১২টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। গুরুতর আহতদের কয়েকজনের মধ্যে ফারুক মিয়ার পুত্র শাহ আলম (২৫), মাহমুদ মিয়ার পুত্র আলী ছমেদ (৪০), গোলাপ মিয়ার পুত্র জসীম উদ্দিন (২৬) সহ আরও বেশ কয়েকজন ফিকল ও টেটাবিদ্ধ অবস্থায় সিলেট প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। দাঙ্গা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।