মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত অলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ॥ ৪ ব্যবসায়ীকে জরিমানা বাহুবলের পুটিজুরি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম গ্রেফতার হবিগঞ্জে ব্যবসায়ীকে হত্যার দায়ে ব্যবসায়ীর যাবজ্জীবন রজতজয়ন্তী ও ছাত্র-শিক্ষক পুনর্মিলনী সফল করতে ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন প্রবাসী শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম’র সৌজন্য সাক্ষাৎ বানিয়াচংয়ে পূবালী ব্যাংক’র ইসলামী কর্নার উদ্বোধন শায়েস্তাগঞ্জে আ’লীগ নেতা শিবলু গ্রেপ্তার উমেদনগরে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড শহরের গোসাইপুরে আরসিসি ড্রেন নির্মাণ করেছে পৌরসভা

হবিগঞ্জে খেলাফত মজলিসের ইফতার মাহফিল ॥ ছাত্র জনতা দেশকে কারাগার থেকে মুক্ত করেছে-আমীরে মজলিস

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ খেলাফত মজলিসের আমীর আল্লামা আব্দুল বাছিত আজাদ বলেছেন-বাংলাদেশ দীর্ঘদিন কারাগারে আবদ্ধ ছিল। ছাত্র-জনতার মাধ্যমে মহান আল্লাহ তাআলা দেশকে এই কারাগার থেকে মুক্ত করেছেন ? অভ্যুত্থান পরবর্তী সংস্কার ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে নির্বিঘ্ন করতে সকল দলকে ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তিনি দেশের সকল রাজনৈতিক দলসমূহের মধ্যে বিভেদ ও দূরত্ব সৃষ্টি হওয়ার মত তৎপরতা থেকে সবাইকে দূরে থাকার জন্য আহবান জানান। তিনি সকল দলকে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি বলেন-দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদ মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র গঠনে ‘বিভেদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র’ – এ লক্ষ্যে খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে। আমীরে মজলিস আরো বলেন-ফ্যাসিবাদী আওয়ামীলীগের পুনর্বাসন এ দেশের জনগন মেনে নিবে না। দীর্ঘ ১৬ বছরের জুলুম, নির্যাতন, গুম, খুন, দুর্নীতি এবং জুলাই-আগস্টের গণহত্যা চালানোর পর আওয়ামীলীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে। গণপ্রত্যাখ্যাত আওয়ামী ফ্যাসিবাদীদের এ দেশে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। আওয়ামীলীগের রাজনীতি বন্ধের ব্যাপারে সকল দলকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সাথে আওয়ামী আমলের দুর্নীতি, গুম, খুন, হত্যা, গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। তিনি গতকাল সোমবার (২৪ মার্চ) খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার উদ্দোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা হোসাইন আহমেদ নূরী চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক এডভোকেট সরোয়ার রহমান চৌধুরীর পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা: এ.এ.তাওসীফ, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মোশাহিদ আলী। বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ আহমদুর রহমান আব্দাল, এডভোকেট এনামুল হক সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমেদ, ইসলামি আন্দোলনের জেলা সভাপতি মহিব উদ্দিন সোহেল, জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক পলাশ মাহমুদ, পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ আব্দুল হাই, এবি পার্টির জেলা আহবায়ক এডভোকেট মোকাম্মেল হোসেন, সিনিয়র সাংবাদিক এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, বৃন্দাবন সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুূদ, হবিগঞ্জ আইনজিবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল হক, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জমসেদ মিয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি শরিফ চৌধুরী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম, বাসসের জেলা প্রতিনিধি নুর উদ্দিন, হবিগঞ্জ পৌর জামায়াতের আমীর আতিকুল ইসলাম সোহাগ, খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি প্রিন্সিপাল আব্দাল খান, অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, মাওলানা মুখলিছুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আবু তাহের, প্রভাষক শিব্বির আহমেদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com