রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জের পশ্চিমভাগে মদরিছ হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের চেয়ারম্যান নলিউর রহমানসহ ২৯ জন আসামী

  • আপডেট টাইম সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩৫ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জের পশ্চিমভাগ মদরিছ মিয়া তালুকদার ওরফে মোহাদ্দিস (৫০) হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত মদরিছ মিয়ার স্ত্রী মোছাঃ শাহানারা বেগম বাদি হয়ে শিবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ নলিউর রহমান তালুকদারকে প্রধান আসামি করে ২৯ জনের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় এই মামলাটি দায়ের করেন। প্রকাশ, হত্যাকান্ডের পর থেকে এলাকা পুরুষ শুন্য হয়ে পড়েছে। আসামীরা গ্রেফতার এড়াতে গাঁ’ঢাকা দিয়েছে। এ সুযোগে বাদী পক্ষের লোকজন আসামীদের বাড়ীতে ভাংচুর ও লুটপাট করা হচ্ছে। তবে এ ঘটনায় যেন এলাকার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, শিবপাশা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নলিউর রহমান তালুকাদর গং ও সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার গংদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তার ও বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে আলী আমজাদ তালুকদার গ্রুপের তৌফিক মিয়ার সঙ্গে নলিউর রহমান তালুকদার গ্রুপের হারুন মিয়ার (বড় মিয়া) পুকুরের জায়গা নিয়ে বাকবিতণ্ডা বাঁধে। বাঁকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের এক পর্যায়ে মদরিছ মিয়া ওরফে মোহাদ্দিস গুরুতর আহত হন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা গুরুতর আহত মদরিছ মিয়া ওরফে মোহাদ্দিসকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মদরিছ মিয়া ওরফে মোহাদ্দিসের মরদেহের সুরতহাল প্রস্তত করে, ময়নাতদন্তের পর নিহতের লাশ জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com