স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের বিভিন্ন বাজারে ওজনে কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মাহে রমজান মাসেও বিক্রেতাদের ওজনে কম দেয়া থেমে নেই। এ নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মাঝে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে। ভুক্তভোগীরা এ বিষয়ে মনিটরিংয়ের দাবি করেছেন। জানা যায়, দাউদনগর, ড্রাইভার বাজারসহ বিভিন্ন বাজারে মাছ-মাংস, মোরগ-হাঁস সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস প্রতি কেজিতে ১শ থেকে ২শ গ্রাম কম দিয়ে থাকেন। ডিজিটাল পাল্লা থাকার পরও অভিনব কায়দায় এসব পণ্য কেজিতে কম দিয়ে তাকেন। কয়েক মাস ধরেই এসব কার্যকলাপ কিছু অসাধু ব্যবসায়ীরা চালিয়ে যাচ্ছেন। প্রতি কেজি ১শ থেকে ২শ গ্রাম কম দেয়া হয়। এ ছাড়াও জিলাপি, মিষ্টি এবং ইফতার সামগ্রীতেও কম দেয়ার অভিযোগ রয়েছে। শায়েস্তাগঞ্জবাসী বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।