স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর শহরের প্রধান সড়কসহ অলিগলি পানিতে সয়লাব। বিভিন্ন এলাকার বাসাবাড়ি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানেও ঢুকছে পানি। যে কারণে চরম ভোগান্তিতে পড়েছেন পৌর বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষায় একই চিত্র, একই ভোগান্তি, একই আশ্বাস। বছর ঘুরে সেই ভোগান্তি ফিরে আসে। কর্তৃপক্ষের বোধ উদয় হয় না। অপরদিকে সংশ্লিষ্টরা বলছেন, শহরবাসী সচেতন না হলে এ থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নেই। জলাবদ্ধতা দূর করতে নালা পরিষ্কার করতে গেলে গাদা গাদা পলিথিন পাওয়া যায়। সেগুলো নাগরিক অসচেতনতার দৃশ্যমান প্রমাণ। বৃষ্টির দিন শুরু হলেই হবিগঞ্জ পৌর শহরে শুরু হয় জলাবদ্ধতা। এতে ক্ষয়ক্ষতি আর দূর্ভোগের ষোলআনা পূর্ণ হয় স্থানীয়দের। পৌর কর্তৃপক্ষ জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ কার্যক্রমসহ নানা উদ্যোগের কথা জানিয়েছেন। রোববার শায়েস্তানগর এলাকায় পানি উন্নয়নের বোর্ডের সামনে গিয়ে দেখা যায়, শহরের প্রধান সড়কের ওই স্থানটিতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যে কারণে ওই এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটিছে। এলাকার দোকানপাট, বাসাবাড়িতেও উঠছে বৃষ্টির পানি।
একই অবস্থা ফায়ারসার্ভিস রোড, রাজনগর, গোসাই নগর, পিটিআই রোড, ঘাটিয়া বাজার, চৌধুরী বাজার, উত্তর শ্যামলী, সার্কিট হাউজ, ইনাতাবাদ, থানার মোড়, দণি শ্যামলী ও পুরাণ মুন্সেফী এলাকাসহ বেশিরভাগ পাড়া মহল্লার। স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টিতেই পানি উন্নয়ন বোর্ড সড়ক, শায়েস্তানগর আবাসিক এলাকাসহ শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে হাজার হাজার টাকার গুরুত্বপূর্ণ মালামাল নষ্ট হয়। ড্রেনেজ কার্যক্রমে গতি না থাকা, সময় মতো এসব কাজ সম্পন্ন না করা এবং অনেক এলাকায় ময়লা ফেলার নির্ধারিত স্থান না থাকায় এই সমস্যা জটিল আকার ধারণ করেছে। সঠিক পরিকল্পনা ছাড়াই ড্রেন নির্মাণ করা হচ্ছে। যা প্রয়োজনের সময় কাজে আসছে না। রিকশাচালক ছুরাব আলী বলেন, গত কয়েকদিন ধরে শহরে তেমন যাত্রী নেই। যে ক’জন আছেন তারা পানির জন্য রিকশা নিয়ে চলতে পারেন না। মোটরে পানি ঢুকে তা নষ্ট হয়ে যায়। টমটম চালক সুমন বলেন, শহরের জলাবদ্ধতা থেকে মাফ নেই। অল্প বৃষ্টিতেই খারাপ অবস্থা হয়। এই শহরে আর টমটম চালানো যায় না।
ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, বৃষ্টির পানি তার দোকানে ঢুকেছে। মালামাল নষ্ট হচ্ছে। সরানোর জায়গাও পাচ্ছেন না। হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ নির্মাণ কাজ চলমান। এগুলো শেষ হলেই আশা করা যায় শহরের জলাবদ্ধতা পরি¯ি’তি অনেকাংশে দূর হয়ে যাবে।