স্টাফ রিপোর্টার ॥ কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), হবিগঞ্জ এর সভাপতি মোঃ দেওয়ান মিয়ার বাস ভবনের হামলার ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। দেওয়ান মিয়া বাদী হয়ে দায়েরকৃত মামলায় হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার রকি এন্টারপ্রাইজের মালিক মোঃ মিজানুর রহমান সহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এদিকে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান, পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান ক্যাব সভাপতি মোঃ দেওয়ান মিয়ার বাসা পরিদর্শন করেন।
মামলায় উল্লেখ করা হয়, রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তা সাধারণের সুবিধার্থে ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার নিমিত্তে বর্ধিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত হবিগঞ্জ জেলায় বাজার মনিটরিং কমিটিতে আমাকে সদস্য রাখা হয়েছে। গত ৩ মার্চ ভোক্ত অধিদপ্তরের সহকারী পরিচালক, নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং সেনাবাহীনির একটি টিম বাজার মনিটরিং এর অংশ হিসেবে হবিগঞ্জ শহরে অভিযান পরিচালনায় করে।তাদের সাথে দেওয়ান মিয়াও উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে অতিরিক্ত মূলে সয়াবিন তেল বিক্রয় করা এবং যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করায় চৌধুরীবাজারস্থ রকি এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিকাল প্রায় ৫ টার দিকে রকি এন্টারপ্রাইজের মালিক মিজানুর রহমান ফোন করে দেওয়ান মিয়াকে অকথ্য ভাষায় গালমন্ধ করে এবং প্রাণে হত্যার হুমকি দেয়। রাত প্রায় সোয়া ১০ টার দিকে রকি এন্টারপ্রাইজের মালিক মিজানুর রহমান সহ ৮/১০ জন দেশীয় অস্ত্র শস্ত্র শহরের পুরানমন্সেফীস্থ দেওয়ান মিয়ার বাসার গেইটের তালা ভেঙ্গে বাসার ভিতরে প্রবেশ করে বাসার জানালার কাচ, মিল, কাঁঠের ফার্নিচার, সিসি ক্যামেরাসহ বিবিধ মালামাল ভেঙ্গে ফেলে। এতে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ সময় সুরচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হত্যার হুমকি দিয়ে চলে যায়।