নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামে মানবতার সেবায় নিয়োজিত মানবিক সংগঠন “বাউসা শাহবাড়ি ফাউন্ডেশনের” উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন গ্রামের গরীব অসহায় ও হতদরিদ্র ৬ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে শাহবাড়ি প্রাঙ্গনে এসব পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। বাউসা শাহ্ বাড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দানবীর আলহাজ্ব শাহ মোঃ ছালিক মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক আলী হাছান লিটন এবং পর্তুগাল প্রবাসী শাহ্ শিমন আহমদের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ সাদিকুর রহমান শিশু, নবীগঞ্জ উপজেলার বিশিষ্ট সালিশ বিচারক মোঃ কাওছার আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব আহমদ চৌধুরী, উপজেলা বিএনপি নেতা আব্দুর রুপ রুবেল, বাউসা হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মোঃ আব্দুল লতিফ। এতে স্বাগত বক্তব্য রাখেন, শাহ মোঃ ছালিক মিয়ার পুত্র যুক্তরাজ্য প্রবাসী জুবের শাহ। এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী, বাউসা হাফিজিয়া মাদরাসার সাবেক কোষাধ্যক্ষ মোঃ এখলাছ আহমদ, বীর মুক্তিযোদ্ধা সন্তান মোর্শেদ আলী সবুজ, নবীগঞ্জ পৌর যুবদলের সদস্য মোঃ জাহাঙ্গীর আহমদ প্রমুখ। এতে মিলাদ মাহফিল পরিচালনা করেন বাউসা পুরাতন জামে মসজিদের খতিব মাও. রুহুল আমিন। মোনাজাত পরিচালনা করেন বাউসা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. শাহনুর আহমদ আজাদী। এতে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরুব্বি মোঃ মরম আলী ও আব্দুল মান্নান, শাহ মাহিদ মিয়া, শাহ আহাদ মিয়া, শাহ লিফন মিয়াসহ বাউসা গ্রামের মুরুব্বিয়ান, যুবসমাজের নেতৃবৃন্দ ও শাহবাড়ি ফাউন্ডেশন সদস্যবৃন্দ। বক্তাগণ বলেন, শাহ বাড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শাহ মোঃ ছালিক মিয়া উপজেলা ব্যাপী নানাবিধ সমাজকল্যাণ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। তিনি রোগগ্রস্থদের চিকিৎসা খরচ দেন, ভিটে মাটি হারা পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিচ্ছেন, বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগ ও মানুষের বিপদে-আপদে তিনি ছায়ার মতো পাশে থেকে কাজ করে আসছেন। প্রতিবছর মাহে রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্র হাজারো পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ নানাবিধ সহায়তা প্রদান করে আসছেন। মানবসেবা পৃথিবীর একটি মহৎ কাজ। গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন শাহ বাড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শাহ মোঃ ছালিক মিয়া।