রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন

নাম্বার প্লেট বিহীন কারের গ্যাস সিলিন্ডার ছিল অক্ষত ! ॥ নবীগঞ্জে প্রাইভেট কারে রহস্যজনক “আগুন”

  • আপডেট টাইম বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩ বা পড়া হয়েছে

 

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে একটি নাম্বার প্লেট বিহীন প্রাইভেট কারে আগুন জ্বলার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনার রহস্য উদঘাটন হয়নি এখনো। অনেকেই সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডে চালক নিহত বলে ফেসবুকে পোষ্ট করলেও এর সত্যতা পাওয়া যায়নি। সরেজমিনে গিয়ে দেখা গেছে কারটিতে সিলিন্ডার অক্ষত রয়েছে। বিন্তু নাম্বার প্লেট নেই। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর নামকস্থানে প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল হবিগঞ্জে বিএনপির সমাবেশে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বক্তব্য রেখেছেন হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়া। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান। আওয়ামী লীগের দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচির মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। এতে কোনো ধরণের হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রাইভেট কারের মালিকপক্ষ বা চালককে না পাওয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে চলছে নানা আলোচনা। বিএনপি বলছে, অগ্নিকাণ্ডের ঘটনা আওয়ামী লীগের ডাকা হরতালের সু-পরিকল্পিত নাশকতা। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়- মঙ্গলবার ভোরে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় মহাসড়কে মাঝামাঝি অবস্থায় থাকা সিলেটগামী একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একদল কর্মী ও শেরপুর হাইওয়ে পুলিশ এবং গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাজেদুর রহমান জানান- ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি, এতে কোনো হতাহতের আলামত পাওয়া যায় নি, প্রাইভেট কারের সিলিন্ডার অক্ষত অবস্থায় ছিল। তিনি- বলেন গাড়িটি দাঁড়িয়ে ছিল, না চলন্ত ছিল তা বুঝা যায়নি। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন- মহাসড়কে প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে, কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো তা এখনো বলা যাচ্ছেনা। সেখানে প্রাইভেট কারের চালক বা মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। ওসি আরো বলেন- কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এটি নাশকতার কোনো ঘটনা কী না তা আমরা খতিয়ে দেখছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com