স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবলীগ নেতা আলমগীর (৪০) কে জেল গেইটে আটক করা হয়েছে। ছাত্র আন্দোলনে হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলে গত সোমবার সন্ধ্যায় জামিননামা হবিগঞ্জ কারাগারে পৌছলে রাত ৭টার দিকে তাকে মুক্তি দেয়া হয়। কিন্তু ডিবি ও সদর থানা পুলিশ তাকে আবারও আটক করেন এবং সদর থানার মারামারি মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল মঙ্গলবার তাকে আবারও আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। সম্প্রতি তাকে লোকজন উত্তম মধ্যম দিয়ে সদর থানায় সোপর্দ করলে তার বিরুদ্ধে দুইটি মামলা দেয়া হয়। এরপর থেকে সে কারাগারেই ছিলো। সে মোহনপুরের বাসিন্দা।