রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন

প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের নিকট অভিযোগ ॥ নবীগঞ্জের কমলাপুরে জোরপূর্বক শ্মশানঘাট নির্মাণের অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের কমলাপুর গ্রামে ধর্মপ্রাণ মুসলমানদের বাড়ির সামনে ও কুশিয়ারা মরা খাল দখল করে মাটি ভরাট করে জোরপূর্বক শ্মশানঘাট নির্মাণের অভিযোগ উঠেছে একই গ্রামের সন্টু দাশ ও বিষ্ণু কর নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
গতকাল রবিবার হবিগঞ্জ জেলা প্রশাসকের বরাবর গণস্বাক্ষরসহ এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ দেন মো. রুহেল মিয়া। অভিযোগ সূত্রে জানা যায়- উপজেলার করগাঁও ইউনিয়নের কমলাপুর মুসলমানদের হাটির সামনে কুশিয়ারা মরা খালের পাড়ে মাটি ভরাট করে শ্মাশান ঘাট নির্মাণের চেষ্টা করে একই গ্রামের মৃত বিমল দাশের ছেলে সন্টু দাশ ও মৃত কিংকন শব্দকরের ছেলে বিষ্ণু করসহ হিন্দুপাড়ার লোকজন। মুসলিম হাটির সামনে শ্মশানঘাট নির্মাণে প্রতিবাদ করলে সন্টু ও বিষ্ণু নিজেদের সংখ্যালঘু দাবী করে জোরপূর্বক শ্মশানঘাট নির্মাণ করবে বলে হুমকি দেয়। অভিযোগে আরও বলা হয়- কমলাপুর মুসলিম হাটির সামনে কুশিয়ারা মরা খালের পাড়ের রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী ও জনসাধারণ যাতায়াত করে থাকেন। উক্ত স্থানে শ্মশাট ঘাট নির্মাণ হলে পরিবেশের মারাত্মক ক্ষতিসহ উক্ত রাস্তায় দিয়ে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটবে। এছাড়া এলাকার কোমলমতি শিশু কিশোরদের মনে ভয়-ভীতির সঞ্চার মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ার সমূহ সম্ভবনা রয়েছে। উক্ত স্থানে শ্মশাটঘাট হলে মানুষ পুড়ানোর গন্ধে পরিবেশ নষ্টসহ লোকজনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রায় লোকজন কুশিয়ারা মরা খালের পানি গোসলসহ তালা-বাসন ধোয়ার কাজে ব্যবহার করে থাকে। উক্ত স্থানে শ্মশানঘাট নির্মাণ বন্ধ করে অন্যত্র খোলাস্থানে শ্মশানঘাট নির্মাণ করলে মুসলমান সম্প্রদায়ের কোনো আপত্তি থাকবেনা বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া-অভিযোগের প্রেক্ষিতে তদন্তপূবর্ক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com