নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখা’র পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপির অন্যতম সদস্য ও ওল্ডহ্যাম বিএনপির সাবেক সহ-সভাপতি মতিউর রহমান চৌধুরীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে নবীগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া। সংবর্ধিত ব্যক্তি যুক্তরাজ্য বিএনপির অন্যতম সদস্য ও ওল্ডহ্যাম বিএনপির সাবেক সহ-সভাপতি মতিউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী, ওল্ডহ্যাম বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আউশকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল চৌধুরী, নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিঠু, নবীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান জুয়েল, নবীগঞ্জ উপজেলা যুবদল নেতা শেখ শিপন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আল আমীন তালুকদার। বক্তব্য রাখেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদিল আহমেদ, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিটন আহমেদ, নবীগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহাগ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতা সুলতান আহমদ তারেক, জুনেদ চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, আসাদ আল মুরাদ, এইচ আর হাবিব চৌধুরী, জনি আহমেদ, সোহাগ আহমেদ, মিল্টন চৌধুরী, মুনিম আহমদ, রিয়ন আহমেদ, ইমন নবীগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, সদস্য তায়েম চৌধুরী, নয়ন আহমেদ, মিলন মিয়া, মাহি আহমদ, রাহিম, তুহিনসহ নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আরো অনেকেই। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া বলেন- যুক্তরাজ্য বিএনপির অন্যতম সদস্য ও ওল্ডহ্যাম বিএনপির সাবেক সহ-সভাপতি মতিউর রহমান চৌধুরী দলের নিবেদিত প্রাণ। দলের দুর্দিনে আন্দোলন সংগ্রামে নেতাকর্মীরা যাতে নিরুৎসাহিত না হন, সেজন্য প্রবাসে থেকেও মতিউর রহমান চৌধুরী নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে উৎসাহ-উদ্দীপনা জুগিয়েছেন।