নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামে প্রতি পক্ষের উপর্যুপরি হামলায় আহত আব্দুল হাদী (৪৬) সংকটাপূর্ণ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন বলে পরিবারের বরাত দিয়ে জানানো হয়েছে।
জানা যায়, গত শনিবার বিকাল অনুমান ৩ টায় পূর্ব শত্রুতার জের ধরে সালিসি বিচার আমান্য করে, কালাভরপুর গ্রামের বাসিন্দা, দেবপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর খান, ওয়ার্ড যুবলীগের সভাপতি লিটন মিয়া, ছাত্রলীগ নেতা আমজাদ খানের নেতৃত্বে ২৫/৩০ জন ওই গ্রামের আব্দুল হাদী’র বসত করে প্রবেশ করে উপর্যুপরি হামলা চালিয়ে তাকে কুপিয়ে ক্ষত বিক্ষত করে। এ সময় তাঁর শোর চিৎকারে প্রতিবেশী ইসলাম উদ্দিন, আব্দুল আহাদ, আব্দুল বাচিত, আবুল কালাম, ফরহাদ আহমদ, শামছুল ইসলাম, আব্দল হামিদ, মুহিত মিয়া, নাহিদ তাকে বাচাতে এগিয়ে আসলে তাদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে গ্রামবাসীরা তাঁদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আব্দুল হাদী (৪৫) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় টান উত্তেজনা বিরাজ করছে যেকোনো সময় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংখা করছেন এলাকাবাসী।
উল্লেখ্য, কালাভরপুর গ্রামের ছাত্রলীগ নেতা আলমগীর খান গংরা দলীয় প্রভাব বিস্তার করে দীর্ঘদিন যাবত গ্রামের পঞ্চায়েত পক্ষের লোকজনের সাথে অশুভ আচরণ করে আসছিল। রাজনীতির পট পরিবর্তনের গ্রামবাসীরা তাঁদের অন্যায়ের প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে তারা একের পর পর হামলা, ভাংচুর বাড়িঘরে অগ্নিসংযোগ মত ঘটনা করতে থাকে। বিষয়টি মিমাংশা করতে স্থানীয়রা একাধিকবার চেষ্টা করলেও আলমগীর খান গংরা তাতে কোন কর্ণপাত করেনি।
এ ব্যাপারে এলাকায় শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।