বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষ ওসি সহ আহত শতাধিক মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে উত্তাল বানিয়াচং ॥ আজ বিকাল ৪টায় প্রতিবাদ সভার আয়োজন আজমিরীগঞ্জের আ’লীগ নেতা আমজাদ তালুকদার সেনাবাহিনীর হাতে গ্রেফতার সাংবাদিক চৌধুরী মুহাম্মদ ফরিয়াদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ সাংবাদিক চৌধুরী মুহাম্মদ ফরিয়াদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ হবিগঞ্জে নাগরিকতা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গাজীপুর মহানগরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চুনারুঘাটে মানববন্ধন শহরের উত্তর শ্যামলী এলাকার কালভার্টের নিকট সড়কের পাশে বৈদ্যুতিক খুটি হেলে পড়েছে হবিগঞ্জ জেলা কৃষকলীগের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরী গ্রেফতার শহরের রাজনগর এলাকায় মি. বার্গারে সেনাবাহিনীর অভিযান

হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী আরডি হলের উত্তর পাশের পুকুরে পরিচ্ছন্নতা

  • আপডেট টাইম সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী আরডি হলের উত্তর পাশের পুকুরে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা। এই পুকুর পার্শ্ববর্তী কিছু লোকজন দীর্ঘদিন ধরে পুকুরে বর্জ্য ফেলার কারনে পুকুরের পানি মারাত্মকভাবে দুষিত হয়ে পড়ে। পুকুরের পানি কালো, আঠালো ও নোংরা হওয়ার কারনে এলাকাবাসী এটি ব্যবহার করতে পারছেন না। এছাড়াও পুকুরের পানিতে ব্যাপকভাবে পলিথিন ভাসতে দেখা যায়। এই ব্যাপারটি হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহানের দৃষ্টিগোচর হলে তিনি পুকুর পরিস্কারের ব্যবস্থা নেন। এরই প্রেক্ষিতে রোববার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের দ্বারা পুকুরের বর্জ্য পরিস্কারের উদ্যোগ নেয়া। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জাল সোহেল বলেন ‘হবিগঞ্জের বারিপাত অঞ্চল হচ্ছে এই শহরের পুকুর ও জলাশয়গুলো। পুকুর সংরক্ষণ করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যেমন দায়িত্ব, ঠিক তেমনি নাগরিক সমাজেরও দায়-দায়িত্ব রয়েছে। আমরা দেখছি পুরান মুন্সেফীর পুকুরে আশপাশ থেকে প্রচুর পরিমানে বর্জ্য নিক্ষেপ করা হয়। যা একেবারেই অনাকাড়িখত। তাই পানিকে স্বচ্ছ ও স্বাস্থ্য সম্মত রাখতে পুকুরে ময়লা-আবজর্না ফেলা বন্ধ করতে হবে।’
হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল বলেন, ‘এই পুকুরে যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ না করলে পৌরসভার পক্ষ হতে শীঘ্রই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com