মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ওএমএস’র চাল কালো বাজারে বিক্রি করতে গিয়ে ছাত্রদল নেতা আটক ॥ ১ লাখ টাকা জরিমানা ॥ ডিলার বাতিল চুনারুঘাটে গলায় ফাঁস দিয়ে নারী ও পুরুষের আত্মহনন নবীগঞ্জে লিফলেট বিতরণে-তালহা চৌধুরী ॥ তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে নবীগঞ্জে ডেভিলদের গ্রেফতার দাবীতে আন্দোলনে নামছেন ছাত্র-জনতা দৈনিক সমাচার সম্পাদকের ছেলে জাকারিয়া’র বার এট ‘ল’ ডিগ্রী অর্জন আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন নোয়াপাড়ায় সায়হাম গ্রুপের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্টিত বাহুবলে বালু ভর্তি ট্রাক থেকে ৪০ বস্তা চিনি উদ্ধার উদ্বোধনী ম্যাচে মডার্ণ ক্লাবকে হারিয়ে উত্তরণ সংসদের ৯ উইকেটে জয় দৈনিক কালবেলার নবীগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন অঞ্জন রায়

জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন হবিগঞ্জ ও জেলা ক্রীড়া অফিস হবিগঞ্জ এর ব্যবস্থাপনায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭) হবিগঞ্জ জেলা পর্যায়ে উদ্বোধন ২১ জানুয়ারি ২০২৫ হবিগঞ্জ জালাল স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন ও বেলুন উড্ডয়নের মাধ্যমে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহিদুর রহমান। এ সময় হবিগঞ্জ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন। জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা ও হবিগঞ্জ পৌরসভার অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা ফুটবল দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় হবিগঞ্জ সদর উপজেলা বনাম বাহুবল উপজেলা অংশ গ্রহণ করে এবং ৩-১ গোলের ব্যবধানে হবিগঞ্জ সদর উপজেলা জয়লাভ করে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সদস্য এডভোকেট এনামুল হক সেলিম ও সহ-সভাপতি সালেহ আহমেদ, জেলা রেফারিজ এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মজিদ ও সহিদুর রহমান লাল, জেলা রেফারিজ এসোসিয়েশনের সদস্য আব্দুল মুত্তালিব মমরাজ, হবিগঞ্জ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য জয়নাল আবেদীন ও শেখ এমদাদুল হক হিরু, বালক (অনূর্ধ্ব-১৭) দলের কোচ আজিজুর রহমান ও বালিকা (অনূর্ধ্ব-১৭) দলের কোচ উজ্জল কান্তি দাস সহ হবিগঞ্জ জেলার ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com