স্টাফ রিপোর্টার ॥ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন হবিগঞ্জ ও জেলা ক্রীড়া অফিস হবিগঞ্জ এর ব্যবস্থাপনায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭) হবিগঞ্জ জেলা পর্যায়ে উদ্বোধন ২১ জানুয়ারি ২০২৫ হবিগঞ্জ জালাল স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন ও বেলুন উড্ডয়নের মাধ্যমে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহিদুর রহমান। এ সময় হবিগঞ্জ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন। জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা ও হবিগঞ্জ পৌরসভার অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা ফুটবল দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় হবিগঞ্জ সদর উপজেলা বনাম বাহুবল উপজেলা অংশ গ্রহণ করে এবং ৩-১ গোলের ব্যবধানে হবিগঞ্জ সদর উপজেলা জয়লাভ করে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সদস্য এডভোকেট এনামুল হক সেলিম ও সহ-সভাপতি সালেহ আহমেদ, জেলা রেফারিজ এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মজিদ ও সহিদুর রহমান লাল, জেলা রেফারিজ এসোসিয়েশনের সদস্য আব্দুল মুত্তালিব মমরাজ, হবিগঞ্জ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য জয়নাল আবেদীন ও শেখ এমদাদুল হক হিরু, বালক (অনূর্ধ্ব-১৭) দলের কোচ আজিজুর রহমান ও বালিকা (অনূর্ধ্ব-১৭) দলের কোচ উজ্জল কান্তি দাস সহ হবিগঞ্জ জেলার ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ।