স্টাফ রিপোর্টার ॥ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্ম বার্ষীকি উপলক্ষে হবিগঞ্জ জেলা তাঁতীদল উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ জানুয়ারি রবিবার বিকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা তাতীদল সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামালের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মোঃ শফি কাইয়ুম এবং সাংগঠনিক সম্পাদক এ কে এম রাজীব মেম্বারের যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম। বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ জেলা বিএনপি সদস্য ও পিপি এডভোকেট মোঃ আব্দুল হাই। বক্তব্য রাখেন- মোঃ মুকিম চৌধুরী, জেলা তাতীদলের সহ-সভাপতি এডঃ মুজিবুর রহমান চৌধুরী, হবিগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা কাসেম বিল্লা নোমান, বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলু, ইমতিয়াজ আব্দুল্লা কয়েস, হবিগঞ্জ জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, চুনারুঘাট উপজেলা তাঁতীদলের সভাপতি মোঃ মানিক মিয়া, বানিয়াচং উপজেলা তাঁতীদলের আহবায়ক মওদুদ আহমেদ, মাধবপুর উপজেলা তাঁতীদলের আহবায়ক মোঃ কামাল মিয়া, মোঃ আবুল কালাম, বাবু শংকর বনিক, মৌলানা নজরুল ইসলাম, আবুল হাসান আসাদ, কামাল মিয়া, সুব্রত দাশ বৈষ্ণব, ছাত্রদল নেতা ইমন আহমেদ, আমিনুল ইসলাম ফয়সল, জিয়াউল হক ফয়সল, ইসাক খান, উজ্জ্বল মিয়া, মোঃ জয়নাল আবেদীন, বানিয়াচং উপজেলা তাতীদল নেতা রাশেদ আহমেদ, তাহের মিয়া, হুমায়ুন আহমেদ, সম্রাট, আতাউর রহমান, আমিনুল, জিতু মিয়া, আমির হোসেন, আবুল হোসেন, পুতুল মিয়া, আনোয়ার হোসেন, মোবাশ্বের মিয়া, মোতাহের খান, মাধবপুর উপজেলা তাতীদল নেতা বসির উল্লাহ জহির, ইয়াছিন চৌধুরী, সাদেক মিয়া, মুন্না মিয়া, লিটন মিয়া, মিজান আলী, স্বপন মিয়া, হুমায়ুন কবির, সালাম মিয়া, কাজল মিয়া প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক সেলিম বলেন- শহীদ জিয়ার নীতি ও আদর্শে উজ্জীবিত হয়ে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করার জন্যে সকলে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। সে লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।