বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার মালামাল জব্দ হবিগঞ্জ শহরে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আটক ৩ লাখাইয়ে পানিতে পড়ে নিখোঁজ ব্যাক্তির লাশ উদ্ধার ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ বিএনপি চায় জনগণের প্রতিনিধি জনগণই নির্বাচিত করুক লতিফি হ্যান্ডস ইউএসএ’র অফিশিয়াল উদ্বোধন অনুষ্ঠানে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী ॥ সর্বাবস্থায় জন্মভূমির মানুষকে ভালোবেসে আর্থ মানবতার সেবায় এগিয়ে আসুন মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার ॥ ঘাতক স্বামী সোহাগ র‌্যাবের হাতে আটক লন্ডনে গবেষণা স্মারক কালের অভিজ্ঞানের মোড়ক উম্মোচন শায়েস্তাগঞ্জে বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল গ্রেপ্তার কামড়াপুর থেকে চালককে মারপিট করে টমটম নিয়ে গেছে ছিনতাইকারী

গৌরব ও ঐতিহ্যের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে হবিগঞ্জ প্রেসক্লাব

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গৌরব ও ঐতিহ্যের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে হবিগঞ্জ প্রেসক্লাব। গত রবিবার (২৯ ডিসেম্বর) জমকালো আর বর্ণাঢ্য আয়োজনে জেলার সকল সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয় প্রেসক্লাব মিলনায়তন। সহস্রাধিক সাংবাদিকদের পদচারণায় সবুজ, নীল রঙের বাতির আলোয় সাজানো প্রেসক্লাবের চারপাশ যেন মুখরিত হয়ে উঠে। শুরুতেই সকাল ১১ টায় জেলা শহর ও বিভিন্ন উপজেলা থেকে আসা সাংবাদিকদের টি শার্ট ও খাবার কুপন তুলে দেয়া হয়। এর পর থেকে সাংবাদিকরা জালাল স্টেডিয়াম ও প্রেসক্লাব এলাকায় আড্ডা ও ফটোসেশনে ব্যাস্ত সময় পার করেন। দুপুর ১২ টায় এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি প্রেসক্লাব মিলনায়তন থেকে শুরু হলে শহর প্রদক্ষিন করে। পরে জালাল স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এরপর সন্ধ্যায় জালাল স্টেডিয়ামে ৫০ বছর পূর্তি উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল এবং যুগ্ম-সম্পাদক শরীফ চৌধুরী পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার দেশ-এর রেসিডেন্সিয়াল এডিটর প্রখ্যাত মজলুম সাংবাদিক অলি উল্লাহ নোমান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, দৈনিক দেশবার্তার সম্পাদক ও প্রকাশক কাজী তোফায়েল আহেমদ, প্রাণ আর এল গ্রুপ ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর জিএম এডমিন মোঃ এহসানুল হাবীব জয়, মানব জমিন ও কালের কন্ঠের সাবেক মফস্বল সম্পাদক মহিবুল হোসেন জিতু, ডেইলি সান এর স্টাফ রিপোর্টার এহসানুল হক জসিম ও হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির। এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি এডভোকেট শফিকুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, মোঃ ফজলুর রহমান, এডভোকেট রুহুল হাসান শরীফ, হারুনুর রশীদ চৌধুরী, শোয়েব চৌধুরী ও চৌধুরী মোঃ ফরিয়াদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সদস্য সচিব ইমদাদুল হক এমরান ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব। এতে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল। কোরআন থেকে তেলাওয়াত করেন হবিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাক শরীফ চৌধুরী ও গীতা পাঠ করেন সুকান্ত গোপ। এছাড়াও আলোচনায় সভায় উপস্থিত ছিলেন- বৃন্দাবন সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ইলিয়াস বখত চৌধুরী জালাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, ইসমাইল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, সৈয়দ এখলাছুর রহমান খোকন, সায়েদুজ্জামান জাহির, রাশেদ আহমদ খান, প্রদীপ দাস সাগর, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি গোলাম মওলা, জেলা বিএনপি নেতা সৈয়দ রিয়াজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, সদস্য সচিব শফিকুর রহমান সেতু, যুগ্ম-আহবায়ক রুবেল আহমেদ চৌধুরী, বাংলাদেশ জামায়াত ইসলামের পৌর শাখার আমির আতিকুল ইসলাম সোহাগ, জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমপনা চৌধুরী মাসুদ, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর আব্দুল আওয়াল মজুন, জেলা ছাত্রদল নেতা রুমেল খান চৌধুরী, যুবদল নেতা রাসেল মোল্লা। এছাড়া প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকল উপজেলা প্রেসক্লাবের সকল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে ১৯৭১ থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া প্রেসক্লাবের উদ্যোগে অন্তরালের মুখ নামে প্রকাশিত একটি স্বরণিকা উন্মোচন করেন অতিথিবৃন্দ।
সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা ও আকাশ ছুয়েছে মাটিতে, আমি ছুয়েছি তোমায় এবং প্রেমের তাজ মহলসহ ৫ গানে দর্শকদের মাতোয়ার করেন দেশ বরেণ্য সংগীত শিল্পী কনকচাঁপা। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ফোক যুবরাজ সৈয়দ আশিকুর রহমান আশিক ও বাঁধন মোদকসহ স্থানীয় শিল্পীরা। সংগীত শিল্পীদের গানে গানে দর্শকরা বাঁধ ভাঙ্গা উল্লাসে মেতে উঠেন।
সভায় হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল ৫০ বছর পূর্তি অনুষ্ঠান সফল করতে জেলা ও উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজ, সামাজিক ও সাংস্কৃতিক সমাজ এবং সুশীল সমাজের সর্বস্তরের মানুষের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন- আমাদের ৫০ বছর পূর্তি উদযাপনে যারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com