মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

নবীগঞ্জে ব্র্যাক কার্যালয়ে চক্ষু শিবির অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ব্র্যাক কার্যালয়ে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ। চিকিৎসা সেবা প্রদান করেন হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালের বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাক্তার দেবাশীষ রায়, সহকারী মেডিকেল অফিসার অমৃত চন্দ্র ভৌমিক, মার্কেটিং ম্যানেজার নাছির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিডিসি কর্মকর্তা আতাউর রহমান, রিজোনাল ম্যানেজার আব্দুল হাকিম, হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ফজলুর রহমান, এরিয়া ম্যানেজার মমিনুল ইসলাম, আকলিমা বেগম, ব্রাঞ্চ ম্যানেজার মোস্তাক আহমেদ ও তানিয়া সুলতানা, ফিল্ড অর্গানাইজার ফুলমিয়া খন্দকার, প্রোগ্রাম অফিসার আসলাম উদ্দিন ও আব্দুস সালাম, তৌফিক আহমদ প্রমুখ।
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি আওতায় ও হবিগঞ্জ ইসলামী চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলার শতাধিক নারী-পুরুষগণ উপস্থিত হয়ে স্বাস্থ্য সেবা গ্রহণ করেন। চিকিৎসক গণ প্রত্যেক রোগীর চক্ষু পরিক্ষা, ডায়াবেটিস ও প্রেসারসহ যাবতীয় পরিক্ষা নিরিক্ষা করেন। এবং চোখে ছানি, মাংস বৃদ্ধি, নেত্রনালী ও জটিল রোগী কে স্ক্রিনিং শেষে হবিগঞ্জ ইসলামি চক্ষু হাসপাতালের তত্বাবধানে পরিপূর্ণ চিকিৎসা সেবার আওতায় নিয়ে সেবা নিশ্চিত করেন। উপস্থিত ভুক্তভোগী রোগীগণ হাতের ধারে চিকিৎসা সেবা পেয়ে আনন্দিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com