শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষে হত্যার ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা লস্করপুরে বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২ নবীগঞ্জে ওয়ারিশান বিহীন বিক্রেতা সাজিয়ে জাল দলিল নবীগঞ্জে ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ শহরে তারেক নামের এক প্রতারকের বিরুদ্ধে মামলা শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয় শহরের বাণিজ্যিক এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ সদর থানার অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার

বিদ্যুৎ ষ্পৃষ্ঠ হয়ে গোবিন্দের মৃত্যুর প্রতিবাদে হবিগঞ্জ জেলা বৈদ্যুতিক কারিগর সমিতির সভা

  • আপডেট টাইম শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ ষ্পৃষ্ঠ হয়ে গোবিন্দের মৃত্যুর প্রতিবাদে হবিগঞ্জ জেলা বৈদ্যুতিক কারিগর সমিতির সভা শুক্রবার বেলা ১১টায় অনুষ্টিত হয়েছে। গতকাল শুক্রবার শহরের সিনেমা হল এলাকাস্থ মুক্তিযোদ্ধা ভবনে হবিগঞ্জ জেলা বৈদ্যুতিক কারিগর সমিতির সভাটি অনুষ্ঠিত হয়। সমিতির সহ-সভাপতি মোঃ খেলু মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা, ওয়াহিদ, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি সামছু মিয়া, সাধারণ সম্পাদক শুকুর মিয়া, শান্ত, সাদ্দাম, কাজল, হান্নান, আলম, মহিন, হান্নান, সামছুল, মিলন, সিরাজুল, লিটন, বাদল ও কাজল প্রমূখ। সভায় বক্তারা বলেন, বৃহস্পতিবার বিউবো’র কর্মকর্তার নির্দেশে লাইনম্যান সোনাই মিয়ার সাথে বৈদ্যুতিক কারিগর সমিতির সদস্য গোবিন্দ সরকার শহরের ২নং পুল এলাকায় ট্রান্সফরমার মেরামত করতে যায়। সেখানে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তার অবহেলায় লাইনে কাজ করা অবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু করায় গোবিন্দ মৃত্যুবরণ করে। কিন্তু বিদ্যুৎ বিভাগ তার মৃত্যুর দায়িত্ব নিতে অস্বীকার করে। এ অবস্থায় সভায় নিহত গোবিন্দ সরকারের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ ও বিদ্যুৎ বিভাগে কর্মরত এ সমিতির সদস্যদের স্বীকৃতি না দেয়া পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়। শনিবারের মধ্যে বিদ্যুৎ বিভাগ কোন সিদ্ধান্ত না দিলে আগামী রোববার মানববন্ধনসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হয়। পাশাপাশি এ ব্যাপারে আলোচনার জন্য সমিতির সহ-সভাপতি সিরাজুল ইসলামকে বিদ্যুৎ বিভাগের সাথে আলোচনার দায়িত্ব দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com