বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে হজ্ব করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ নবীগঞ্জে যৌথ অভিযানে ৬২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ অস্ত্র ও দেশী-বিদেশী মুদ্রা জব্দ মাধবপুরে ৯০ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার কসমেটিকস্ আটক সায়হাম গ্রুপের ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হাফিজ আহ্সান ফরিদকে দুদকের কমিশনার নিয়োগ হবিগঞ্জের নতুন পুলিশ সুপার আসলাম শাহাজাদা বানিয়াচংয়ের আলোচিত ৯ খুন মামলার দুই আসামি গ্রেফতার মাধবপুরে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন বৃদ্ধ নিহত লাখাইয়ে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহরে শুভ উদ্বোধন সিলেটে ডেঙ্গুতে দুজনের মৃত্যু ॥ জানে না স্বাস্থ্য বিভাগ নবীগঞ্জে মালামালসহ পিকআপ ভ্যান ডাকাতি ॥ চালককে অপহরণ ॥ পুলিশের তাৎক্ষনিক অভিযানে গ্রেফতার-১ ॥ মালামাল উদ্ধার

ধরিত্রীর অস্তিত্বের স্বার্থেই জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে

  • আপডেট টাইম শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ধরিত্রীর অস্তিত্বের স্বার্থেই জীবাশ্ম জ্বালানি প্রকল্পের সম্প্রসারণ বন্ধ করতে হবে। প্রাকৃতিক গ্যাস ও এলএনজির প্রকল্পের সম্প্রসারণ এবং অর্থায়নের মাধ্যমে আমরা অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ জ্বালানী ব্যবস্থার দিকে যাচ্ছি। যা পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনেরও কারণ। এতে করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, চরম আবহাওয়া এবং জীববৈচিত্র্য ক্ষতির মুখোমুখি হচ্ছে। এপ্রেক্ষিতে বাংলাদেশকে একটি ন্যায্য, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানির ভিত্তিতে উন্নতির দিকে ধাবিত করতে হবে। হবিগঞ্জে পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে “এশিয়া ডে অফ অ্যাকশন” পালনকালে বক্তারা একথা বলেন। গতকাল ৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় হবিগঞ্জের খোয়াই নদীতে ও দুপুর ২ টায় নবীগঞ্জের বিজনা নদীতে নৌ সমাবেশ এর আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ওয়াটারকিপার্স বাংলাদেশ ও খোয়াই রিভার ওয়াটারকিপার। পরিবেশ সংগঠক ও বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে আলোচনায় মূল বক্তব্য রাখেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, রোটারী ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট আজিজুর রহমান,গাছ মামা নামেখ্যাত মো: রায়হান, সংস্কৃতিকর্মী ওসমান গনি রুমি, শারমিন ঋতু, ইন্টারেক্টর তাসিন বিলাওয়াল আরিয়ান, মাঝি মোঃ দিলাল মিয়া, মো: ফারুক মিয়া, মো: রবিউল, মো: আকরাম, রুকু মিয়া প্রমুখ। এ সময়ে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের কর্মীরা নৌ পরিভ্রমনে অংশগ্রহণ করেন। একই দিন দুপুরে নবীগঞ্জ উপজেলার বিজনা নদীতে অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায় এর সভাপতিত্বে ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেটের আহবায়ক ডাক্তার মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, সদস্য সচিব ও সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম চৌধুরী কিম, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রকৌশলী মোস্তাশার চৌধুরী, প্রভাষক অতুল চন্দ্র দেবনাথ, জিয়াউল হক সাজু, প্রণয় কান্তি দত্ত প্রমুখ। প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মাদ জহিরুল হক বলেন, সাম্প্রতিক কালের বিপর্যয়ের অন্যতম কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানির অতি ব্যবহার। জীবাশ্ম জ্বালানি শুধু অনিরাপদ নয়; এটি একটি দেশের জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। উন্নত দেশসমূহ নবায়নযোগ্য জ্বালানিতে প্রবেশ করলেও আমাদের মত দরিদ্র দেশসমূহ বিশেষ করে যারা জলবায়ু পরিবর্তনের হুমকিতে রয়েছে সেসব দেশে প্রাকৃতিক গ্যাস ও কয়লা নির্ভর জ্বালানি সম্প্রসারণে কাজ করছে। এটি জলবায়ু ন্যায্যতার পর্যায়ে পড়ে না। এ বৈষম্যের অবসান দরকার। জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠাই পারে এই অসম শৃংখল ভাঙতে।
খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল বলেন, প্রাণ- প্রকৃতি রক্ষার জন্যই প্রাকৃতিক গ্যাস ও তেলের মত জীবাশ্ম জ্বালানির ব্যবহার দেশে বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিতে হবে। কারণ এটি হচ্ছে আমাদের বাঁচা মরার প্রশ্ন। বর্তমান বিশ্বের জন্য পারমাণবিক অস্ত্র থেকেও বেশী হুমকি হচ্ছে পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তন। সমাবেশ শেষে বিজনা নদী তীরে তাল গাছের চারা ও বীজ রোপণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com