মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দিন মজুরের ১ মাসের বিদ্যুৎ বিলে ১ লাখ ৬৭ হাজার টাকা মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ নারী আটক বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে জাতীয় কমিটির সদস্য হলেন জিকে গউছ হবিগঞ্জে জাতীয় মৎস সপ্তাহ পালিত মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর আহবায়ক কমিটি অনুমোদিত গোলাম মোস্তফা রফিক আহবায়ক ও হুমায়ুন কবির সদস্য সচিব নবীগঞ্জ জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন শহরে বিদ্যুতের মোটরসহ আটক ১ নবীগঞ্জে গৃহবধুর আত্মহত্যা হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে এডিনবরা নর্দান আসনে লেবার পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের কৃতিসন্তান ফয়ছল চৌধুরী

মাধবপুরে ছেলের বিয়ের দিন মায়ের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১১৫ বা পড়া হয়েছে

 

মাধবপুর প্রতিনিধি ॥ ছেলের বিয়ের দিনই মারা গেলেন মা। ঘটনাটি ঘটেছে মাধবপুরে। এ ঘটনায় বিয়ে বাড়ির আনন্দ পরিণত হয়েছে শোকে। প্যান্ডেলে পাশে দিতে হলো শেষ গোসল। গত সোমবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামে মাজিদা খাতুন (৫০) নামে ওই নারীর মৃত্যু হয়। পরিবার জানায়, অসুস্থ মায়ের আকুতি ছিল ছোট ছেলের বউকে দেখে মারা যাবেন। কিন্তু বিয়ে করে বউ বাড়িতে আনতে না আনতে ঘটল হৃদয় বিদারক ঘটনা। হঠাৎ করে বিয়ের দিনে প্রাণ গেল মায়ের। এ ঘটনায় বিয়ে বাড়িতে নেমে আসে শোকের ছায়া। বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেলের পাশেই হয় মায়ের শেষ গোসল। মাজিদা খাতুন ৩ সন্তানের মধ্যে পাত্র মোজাহিদ মিয়া সবার ছোট ছেলে। সোমবার উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের আবুল মালেকের ছেলে মুজাহিদ মিয়ার বিয়ে হচ্ছিল। এ দিন তার বিয়ের দিন ছিল। তিনি বিয়ে করে স্ত্রীকে নিয়ে আসামাত্রই তার মায়ের মৃত্যু হয়। মাজিদা খাতুন বেশ কয়েক মাস ধরে ক্যানসার রোগে শয্যাশায়ী ছিলেন। তিনি তার ছোট ছেলে মুজাহিদকে বিয়ে করিয়ে পুত্রবধূকে দেখে যাওয়ার আকুতি জানিয়েছিলেন পরিবারের কাছে। সেজন্য দ্রুত বিয়ের অনুষ্ঠানের আয়োজনও করা হয়। পুত্রবধূকে ঘরে তুলতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মা মাজিদা খাতুন। মৃতের ছেলে জানান, মায়ের মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া নেমে আসে। জানাজা শেষে মায়ের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। আপনারা আমার মায়ের আত্মার রুহের মাগফিরাত কামনা করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com